ক্রীড়া প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

ব্রিজ বিশ্বকাপ

বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড

শনিবার ফ্রান্সের লিঁওতে বসছে ব্রিজ বিশ্বকাপের ৪৩তম আসর। বৈশ্বিক এই মঞ্চেই প্রথমবারের মতো অভিষেক হচ্ছে বাংলাদেশের। এর বড় মঞ্চে অনভিজ্ঞতার কারণে বড় কোনো স্বপ্ন দেখছেন না জিয়াউল-সোহাগরা। দ্বিতীয় রাউন্ডকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন তারা। ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল লিঁওর বিমানে চড়তে সাত সদস্যের বাংলাদেশ দশ। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জিয়াউল হক, রাজীব চৌধুরী, রাশেদুল আহসান, কামরুজ্জামান সোহাগ, নাইম ও সাজিদ ইস্পাহানী।

এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে হওয়া জোন-৪ এর সেরা দল হিসেবে চ্যাম্পিয়নশিপের টিকিট পেয়েছে বাংলাদেশ ও ভারত। তাতেই খুলে গেছে বাংলাদেশের স্বপ্নের দুয়ার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ার উচ্ছ্বাস চাপা থাকেনি খেলোয়াড়দের মধ্যে। তবে পা মাটিতেই রাখছেন তারা। স্বপ্ন দেখছেন না বড় কিছুর। লিঁওর বিমানে ওঠার আগে কাল সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন জিয়াউল। বলেছেন, ‘প্রথমবারের মতো আমরা ব্রিজ বিশ্বকাপে খেলতে যাচ্ছি। ওখানে অংশ নেওয়া দলগুলো আমাদের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলেই আমরা খুশি হব। এটাই আমাদের লক্ষ্য।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ করে টাকা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কাল প্রচারমাধ্যমের সামনে খেলোয়াড়দের জন্য অনুশীলন কক্ষের দাবি জানান, বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। বলেছেন, ‘প্রথমবার বিশ্বকাপে যাচ্ছি আমরা। আশা করছি ভালো কিছুই হবে। আসলে আমাদের অনুশীলনের জায়গা নেই। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যদি আমাদের অনুশীলনের জন্য একটি রুম বরাদ্দ দেয়, তাহলে ছেলেরা সেখানে অনুশীলন করতে পারত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist