ক্রীড়া ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

সংকট নিরসনে আশাবাদী ম্যাকগ্রা

ঘোরতর অন্ধকার সময় পার করছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। দিনের পর দিন মিটিংয়ের পর মিটিং চললেও সমস্যা সমাধানে কোনো আশার আলো যেন দেখা যাচ্ছে না। এদিকে দেনা-পাওনা নিয়ে এসব ঝামেলা না মেটায় ইতোমধ্যে বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। পরিস্থিতি এখনো ঘোলাটে থাকায় সংশয়ে রয়েছে বাংলাদেশ সফরও। এর মধ্যে খবর বেরিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশ সফর বাতিলের পক্ষে রায় দিয়েছেন। ভয়াবহ এই প্রতিকূল পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ কোনো সমঝোতাতে এখনো আসতে পারেনি। তাই পরিস্থিতি জটিল হওয়ায় এর তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। বিষয়টিকে লজ্জার আখ্যা দিয়ে অজি ক্রিকেটার বলেছেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, সেটা সত্যিই লজ্জাজনক। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে। যাতে করে ছেলেরা খেলতে আর ভক্তরা খেলাটি উপভোগ করতে পারে।’

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বন্দ্বের সমাধান না হলে আগস্টে বাংলাদেশে আসবেন না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্মিথ-ওয়ার্নাররা। সাবেক অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা অবশ্য আশাবাদী, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

ভারতে একটি পেস বোলিং প্রশিক্ষণ কর্মশালায় এসে সাবেক অস্ট্রেলীয় পেসার এসব কথা বলেন। এ সময় বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্বটা লজ্জার। আমি আশা করি, বাংলাদেশ ও ভারতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের নির্ধারিত সফর দুটি হবে।’

এ সময় ক্রিকেটের অন্য বিষয় নিয়েও কথা বলেছেন ম্যাকগ্রা। টি-টোয়েন্টির যুগে পেস বোলারদের কাজটা কঠিনই হয়ে গেছে বলে মনে করেন ম্যাকগ্রা, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের কল্যাণে ব্যাটসম্যানরা নিজেদের স্কিল বাড়িয়ে চলেছে। সেটির সঙ্গে পাল্লা দিতে হলে ফাস্ট বোলারদেরও নিজেদের উন্নত করতে হচ্ছে। মৌলিক বিষয়টা একই থাকলেও বোলারদের ক্ষিপ্রতা বাড়াতে হচ্ছে। মার খেয়ে গেলেও ঘুরে দাঁড়াতে হচ্ছে দ্রুতই। সুযোগ-সুবিধা বেড়েছে, প্রযুক্তিও একটা বড় ভূমিকা রাখছে। টি-টোয়েন্টি ক্রিকেটে কন্ডিশনের সঙ্গে বোলারদের দ্রুত মানিয়ে নিতে হচ্ছে, স্লো বলের ওপর নির্ভরতাও বাড়াতে হচ্ছে। ছোট সংস্করণে এই স্লোয়ার দিয়েই তো ব্যাটসম্যানদের বোকা বানাতে হয়।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণে বাংলাদেশ সফরের মতো বছরের শেষ দিকের অ্যাশেজ সিরিজ নিয়ে আছে অনিশ্চয়তা। তবে ম্যাকগ্রা অনিশ্চয়তা ছাপিয়ে সিরিজটি নিয়ে খুবই রোমাঞ্চিত, ‘দুর্দান্ত একটা সিরিজ হবে। আমি এই দারুণ সিরিজটির দিকে তাকিয়ে আছি। এতে অস্ট্রেলিয়ার চার ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনরা কেমন করে, সেটি দেখারও অপেক্ষায় আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist