ক্রীড়া প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৭

হাসপাতালে মাহমুদউল্লাহ

সাকিব-রুবেলের ঠিকমতো ফিরে আসার আগেই নতুন করে ইনজুরিতে পড়লেন টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প চলছে টাইগারদের। আর ক্যাম্প চলাকালেই কোমরের ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটে আক্রান্ত হওয়ার পরপরই হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের এই ক্রিকেটারকে। যদিও গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। রোববার সকালে জিমনেশিয়ামে ওয়েট তুলতে গিয়ে কোমরে টান পড়ে রিয়াদের। তীব্র ব্যথা অনুভব করলে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় মাহমুদউল্লাহকে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে তার পিঠের এক্স-রে করা হয়। সঙ্গে এমআরআইও করানো হয়। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মাহমুদউল্লাহর ইনজুরির মাত্রা কি রকম-সেটা জানা যাবে আগামীকাল। এ প্রসঙ্গে রাবিদ ইমাম এক অনলাইন গণমাধ্যমকে জানান, ‘এমআরআই রিপোর্ট দেখে গুরুতর কিছু মনে হচ্ছে না। বিশেষজ্ঞরা বিষয়টি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। ওর ইনজুরিটা কোন পর্যায়ের, এ ব্যাপারে কালকে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে আমাদের ধারণা সেটা গুরুতর নয়। পেশিতে খানিকটা টান লেগেছে। আশা করছি দ্রুতই সেরে উঠবে মাহমুদউল্লাহ।’

এদিকে বিসিবির চিকিৎসক মোহাম্মদ আমিন বলেন, ‘স্ক্যান করতে রিয়াদকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্টের পর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।’

সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছেন রিয়াদ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিং তালিকায় ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংকে টপকে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি। ডানহাতি বাংলাদেশি ব্যাটসম্যান ও অফ-স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ২০৩!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist