ক্রীড়া ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৭

স্বপ্নে বিভোর রদ্রিগেজ

বিবিসিত্রয়ীর জন্য খুব একটা সুযোগ পান না হ্যামেস রদ্রিগেজ। যতটুকু পেয়েছেন চেষ্টা করেছেন নিজেকে প্রমাণ করতে। তারকাঠাসা দল রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন কলম্বিয়ান সেনসেশন। নতুন ক্লাবে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। ছাড়িয়ে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের।

এ মাসের শুরুর দিকে দুই বছরের জন্য অ্যালিয়েঞ্জ এরিনায় ধারে খেলতে এসেছেন রদ্রিগেজ। রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তিই মূলত তাকে নিয়ে এসেছেন অ্যালিয়েঞ্জ এরিনা চত্ত্বরে। চুক্তি অনুযায়ী ২০১৯ সালে রদ্রিগেজকে রেখে দেওয়ারও সুযোগ আছে জার্মান ক্লাবটির।

এক দশকেরও আগে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন রদ্রিগেজ। ২০১৩ সালে নাম লেখার মোনাকোতে। কিন্তু ক্লাবের জার্সিতে নয়, কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লাইম লাইটে এসেছিলেন ব্রাজিল বিশ্বকাপ দিয়ে। বিশ্বমঞ্চের মতো বড় টুর্নামেন্টে জিতেছিলেন গোল্ডেন বুট।

এমন একজন খেলোয়াড়কে পেতে নড়েচড়ে বসেছিল ইউরোপিয়ান শীর্ষস্থানীয় ক্লাবগুলো। সবাইকে তুরুপের তাস দেখিয়ে রদ্রিগেজকে দলে ভেরায় রিয়াল মাদ্রিদ। কিন্তু যে স্বপ্ন নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন, সেটা পূরণ হয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমার ছায়াতলে থেকে যান। জিনেদিন জিদান রিয়ালের প্রধান কোচ হওয়ার পর তো ‘বেঞ্চবয়’ তকমা লেগে গিয়েছিল তার গায়ে।

সেই হতাশাটা বায়ার্ন মিউনিখে দূর করতে চান রদ্রিগেজ। নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেরা ফুটবলারদের একজন হিসেবে। স্বপ্ন দেখছেন বিশ্ব ফুটবলে রাজত্ব করা মেসি-রোনালদোর সিংহাসন দখল করার। এ মানিকজোড়কে ছাড়িয়ে যেতে পারবেন কীনা এমন প্রশ্নে রদ্রিগেজের উত্তর, ‘কেন নয়? তারা অনেক বড় খেলোয়াড়। ভবিষ্যতে যা ঘটবে তার জন্য আমি প্রস্তুত থাকবো। বিশ্ব ফুটবলে উন্নতি করব।’

স্প্যানিশ লা লিগার গত মৌসুমে ১৩টি ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে খেলার সুযোগ হয়েছিল রদ্রিগেজের। তারকাঠাসা বায়ার্ন মিউনিখের সেরা একাদশে তিনি থাকবেন কীনা এ বিষয়ে এখনো সংশয়ে আছেন রদ্রিগেজ। তবে কঠোর অনুশীলনের মাধ্যমে একাদশে জায়গা পেতে আত্মবিশ্বাসী মোনাকোর প্রাক্তন ফুটবলার। বলেছেন, ‘প্রতিদিন কঠোর অনুশীলনের মাধ্যমে দলে আমাকে জায়গা জিততে হবে। আমি আরো অনেক বেশি সময় খেলতে চাই। সফল হতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist