ক্রীড়া ডেস্ক

  ২১ জুলাই, ২০১৭

শক্তি বাড়াতে নেইমারকে চান এমেরি

ফুটবল দুনিয়ায় এখন জোরেশোরে চলছে নেইমারের দলবদলের নাটক। একবার বার্সার দিকে পাল্লা হয়তো, আরেকবার পিএসজির দিকে। সেই ধারাবাহিকতায় এবার নেইমারকে পেতে চাওয়ার কথা সরাসরিই জানালেন পিএসজি কোচ উনাই এমেরি এবং নেইমারের জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা। নেইমারকে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে পিএসজি কিছু না জানালেও ফরাসি ক্লাবটির কোচ উনাই এমেরি ইঙ্গিত করেছেন নেইমারের প্রতি তাদের আগ্রহের বিষয়টি। দলে নেইমারের মতো ‘বিশ্বসেরা খেলোয়াড়’কে চাইছেন সেভিয়ার সাবেক কোচ।

ঘরোয়া ফুটবলে সাফল্যের বৃষ্টি ঝরালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় মোটেও সুবিধা করতে পারছে না পিএসজি। গত মৌসুমেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভালো ফলের আশায় বিশ্বসেরা খেলোয়াড়কে খুঁজছেন এমেরি, ‘পিএসজি বিশ্বসেরা খেলোয়াড়কে চাইছে। যদি আমরা বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, তাহলে অবশ্যই আমাদের এমন একজন খেলোয়াড়কে লাগবে, যে এ মুহূর্তে বিশ্বসেরা খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচে আছে।’ নেইমার যে এই তালিকাতে আছেন, সেটা জানিয়ে রাখার সঙ্গে নিজের চাহিদাও বুঝিয়ে দিলেন পিএসজি কোচ, ‘অবশ্যই নেইমার বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়দের একজন।’

দারুণ প্রতিভাবান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে তাই পিএসজি উঠেপড়ে লেগেছে বলে খবর স্প্যানিশ মিডিয়ায়। সত্যিই কি তাই? ফরাসি ক্লাবটির কোচ স্পষ্ট করে উত্তরটা না দিলেও ইঙ্গিত দিয়ে রাখছেন ঠিকই, জানালেন, ‘সভাপতি ও ক্লাব গত কয়েক বছর কাজ করে যাচ্ছে দলে সেরা খেলোয়াড়দের নিয়ে আসার। সহজ কাজ নয়; হয়তো পারব, হয়তো পারব না।’ এদিকে নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ থিয়াগো সিলভাও মনে করেন, নেইমারের মতো ক্ষমতাসম্পন্ন একজন খেলোয়াড় ক্লাবটির দরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist