ক্রীড়া প্রতিবেদক

  ১৭ জুলাই, ২০১৭

মাশরাফিদের নিয়ে ওয়ালশের বোলিং ক্যাম্প

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সামনে রেখে এখন প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিয়েছে টাইগার ক্রিকেটাররা। টানা খেলার মধ্যে থাকায় বোলারদের এত দিন ঠিকমতো পরখ করতে পারেননি দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে পেস বোলারদের নিয়ে বোলিং ক্যাম্প। ছুটি কাটিয়ে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার সঙ্গে আলোচনা করে নির্ধারিত হবে পেস বোলিং ক্যাম্পের দিন-তারিখ। সেটা দুই-এক দিনের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ক্যাম্প যখনই হোক, এরই মধ্যে পেস বোলারদের ১৫ জনের তালিকা করে ফেলেছেন নির্বাচকরা। এখানে জাতীয় দলের বাইরে এইচপি (হাইপারফরম্যান্স দল) ও প্রথম শ্রেণির অভিজ্ঞতাসম্পন্ন পেসাররা রয়েছেন।

অবশ্য সবকিছু ঠিক করে ক্যাম্প শুরু হতে আরো কয়েক দিন লাগতে পারে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান এ ব্যাপারে সাংবাদিকদের বলেছেন, ‘এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি। তবে দুই-এক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এরই মধ্যে প্রাথমিকভাবে ১৫ জন পেসারও ঠিক হয়ে গেছে। আমরা কালকের (আজ) মধ্যে হয়তো খেলোয়াড়দের চূড়ান্ত তালিকাটা দিতে পারব। এ তালিকাতে জাতীয় দলের বাইরে এইচপি (হাইপারফরম্যান্স দল) ও প্রথম শ্রেণির অভিজ্ঞতাসম্পন্ন পেসাররাও থাকবে।’

বোলিং ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে সেটির তারিখ এখনো নির্ধারণ না করলেও বিসিবি সূত্রে জানা গেছে, ২০ কিংবা ২১ জুলাই থেকে শুরু হবে পেসারদের ক্যাম্প। চলবে ২৮ জুলাই পর্যন্ত। যে কারণে একটু তড়িঘড়ি করেই ঢাকায় চলে এসেছেন বোলিং কোচ। তার ফেরার কথা ছিল ২০ জুলাই।

বেশ কয়েকটা সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেললেও, পেস বোলিং বিভাগ শতভাগ নৈপুণ্য দেখাতে পারেনি। বিশেষ করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে বাংলাদেশের পেস বোলাররা তেমন কিছুই করতে পারেননি। অথচ চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ড সফরে বোলিংয়ের মূল দায়িত্বটা ছিল তাদের কাঁধে। পেসারদের এই ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আর এই কারণেই মূলত চলতি কন্ডিশনিং ক্যাম্পের মধ্যেই পেসারদের নিয়ে আলাদা করে কাজ করবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তেমন আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও, ‘পেস বোলারদের নিয়ে এই ক্যাম্পটির পরিকল্পনা বেশ আগে থেকেই ছিল। ক্যাম্পে জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন পেসারও অংশ নেবেন। মোট ১৫ জন পেসারকে নিয়ে চলবে ওয়ালশের এই ক্যাম্প।’

এদিকে আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের আগেই স্পিন বোলিং কোচ পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

স্পিন কোচ নিয়ে রোববার মিরপুরে বিসিবি কার্যালয়ে আকরাম সংবাদ মাধ্যমে বললেন, ‘আমরা তিন-চারজনের সঙ্গে কথা বলছি। কিছুদিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। এখন নাম বলা যাবে না। যখন ফাইনাল হবে জানাব। অনেক আগে থেকেই স্পিন কোচ জরুরি ছিল। বিভিন্ন কারণে হয়নি। হয়তো কিছুদিনের মধ্যে কোচের নামটি জানাতে পারব। আশা করি অস্ট্রেলিয়া সিরিজেই কোচ পাবে স্পিনাররা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist