ক্রীড়া ডেস্ক

  ১৬ জুলাই, ২০১৭

চাপে থাকল শ্রীলঙ্কা

কলম্বো টেস্টে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার শুরুটা হলো দুরকম। জিম্বাবুইয়ানরা যখন বাজে সূচনার পর ঘুরে দাঁড়িয়েছেন। সেখানে উড়ন্ত শুরুর পর বিপর্যয়ে পড়েছেন লঙ্কানরা। ফলাফল, ফলাফল দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে থাকল জিম্বাবুয়ে। কাল দিন শেষে ৭ উইকেটে ২৯৩ রান করেছে স্বাগতিক শিবির। অতিথিদের চেয়ে এখনও ৬৩ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। শেষ বিকেলে গ্রায়েম ক্রেমারদের চমকে পাল্টে যায় ম্যাচের চিত্রটা।’

দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। দিমুথ করুনারতেœ-উপুল থারাঙ্গা নতুন বল সামাল দেন সহজেই। ছন্দপতন ঘটে দ্বিতীয় সেশনের শুরুতে। টিরিপানোর বলে স্লিপে করুনারতেœর দারুণ এক ক্যাচ নেন হ্যামিল্টন মাসাকাদজা। ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর খানিক ছন্দপতন। দুই অঙ্কে গিয়েই ক্রিমারের বলে উইকেটরক্ষক রেজিস চাকাভাকে ক্যাচ দেন কুসল মেন্ডিস। দুর্ভাগ্যজনক রান আউটে শেষ হয় উপুল থারাঙ্গার ১০টি চার আর একটি ছক্কায় গড়া ৭১ রানের ইনিংস। দিনেশ চান্দিমাল ড্রাইভ খেলার সময় একটু এগিয়ে যাওয়া নন স্ট্রাইকার থারাঙ্গা সময় মতো জায়গায় ফিরতে পারেননি। টিরিপানোর হাতে ছুঁয়ে স্টাম্পে লাগলে ফিরে যেতে হয় তাকে।

৩২ রানের মধ্যে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা প্রতিরোধ গড়ে বর্তমান আর সাবেক দুই অধিনায়কের ব্যাটে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া চান্দিমাল অলরাউন্ডার ম্যাথিউসের সঙ্গে জুটি বেধে তুলেন ৯৬ রান। ৫৫ রান করা অধিনায়ককে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন ক্রিমার। পরে বোল্ড করেন নিরোশান ডিকভেলাকে।

২৬ রানের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানের সঙ্গে ডিকভেলাকে হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন গুনারতেœ। হ্যামস্ট্রিংয়ে টান লাগার পরও লিড এনে দিতে লড়ছেন এই অলরাউন্ডার। দিনের শেষ দিকে টারিসাই মুসাকান্দার দারুণ ফিল্ডিংয়ে দিলরুয়ান পেরেরার রান আউটে খানিকটা হলেও এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ১০০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ক্রিমার। একটি করে উইকেট পেয়েছেন উইলিয়ামস ও টিরিপানো।

এর আগে শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ উইকেটে ৩৪৪ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। এদিন মাত্র ১২ রান করেই গুটিয়ে যায় অতিথিরা। টিরিপানোকে আউট করে ৩০তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট নিলেন হেরাথ। শেষ পর্যন্ত ৩৫৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ১৫১ রান নিয়ে দিন শুরু করা আরভিন আউট হন ১৬০ রানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist