ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৭

ক্রিকেট ফিরছে পাকিস্তানে!

অবশেষে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর ইঙ্গিত দিয়েছে আইসিসি। বিশ্ব একাদশ নামে একটি দলের মাধ্যমে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবারও পাকিস্তানে ফিরতে পারে।

গতকাল শনিবার আইসিসির বার্ষিক সম্মেলনে পাকিস্তানের এমন প্রস্তাবে সায় দিয়েছে আইসিসি। বিবৃতির মাধ্যমে আইসিসি জানিয়েছে, পাকিস্তান একাদশ গঠনের চেষ্টা চলছে। তাদের বিপক্ষে বিশ্ব একাদশকে খেলানোর প্রস্তাবে আইসিসির অনুমতি আছে। এ বিষয়ে পরবর্তীতে বিবৃতির মাধ্যমে জানানো হবে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসে হামলার পর জিম্বাবুয়ে বাদে পুরুষদের কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে যায়নি।

২০১৫ সালে জিম্বাবুয়ে যখন খেলতে যায় তখনো বিস্ফোরণের ঘটনা ঘটে। গাদ্দাফি স্টেডিয়ামের ৮০০ মাইল দূরের ওই ঘটনায় দুজন নিহত হন।

তারপর পিসিবি লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজন করে। কয়েকজন বিদেশি খেলোয়াড় ওই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে খেলোয়াড়রা অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist