ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৭

সরে গেলেন গ্রাহাম ফোর্ড

ক্ষোভ নিয়ে শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্রাহাম ফোর্ড। দ্বীপ দেশটির জাতীয় ক্রিকেট দলে দ্বিতীয় মেয়াদে ১৫ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

গতকাল শনিবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা দাবি করেছেন, দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই দায়িত্ব ছেড়েছেন ফোর্ড। তবে ইসএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, তার কাজে বোর্ডের হস্তক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বর্তমানে ছুটিতে আছেন ফোর্ড। গত সপ্তাহে শেষ হওয়া আইসিসির এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ীরা। গত ফেব্রুয়ারিতে আসাঙ্কা গুরুসিনহাকে ‘ক্রিকেট ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেয় এসএলসি। ক্রিকইনফোর মতে, গুরুসিনহার দায়িত্ব বিস্তৃত হওয়ায় কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ হতে থাকে, যা মেনে নিতে পারেননি ৫৬ বছর বয়সী এই কোচ। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওযা ফোর্ডের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। ২০১১ থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলে মোট আট জন কোচ কাজ করলেন, তার মধ্যে ফোর্ড ছিলেন দুই মেয়াদে। প্রথম মেয়াদে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত আর গত বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist