ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৭

প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া

বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে টানাপড়েন এখনো নিষ্পত্তি হয়নি। তবে খেলতে আসুক বা না আসুক প্রস্তুতিতে একটুও পিছিয়ে নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগস্টে বাংলাদেশ সফরের আগে স্টিভ স্মিথের দলের প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি (এনটি) ডারউইনে ১০ আগস্ট থেকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল। তবে বর্তমানে ক্রিকেটীয় ব্যস্ততা নেই স্মিথদের। বাংলাদেশের মতো তাদের ঘরোয়া ক্রিকেটের সূচিটাও ফাঁকা। তাই বাংলাদেশ সফরের আগে অনুশীলনই একমাত্র ভরসা। নিজেদের ঝালিয়ে নিতে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সাত দিনের একটা প্রস্তুতি ক্যাম্প আয়োজন করেছে সিএ। প্রস্তুতির অংশ হিসেবে ১৪ আগস্ট থেকে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের আগে দুবাইয়ে এমন অনুশীলন ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া।

অনুশীলনের জন্য ডারউইন বেছে নেওয়ার ব্যাখ্যায় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশন পেতে এনটি ক্রিকেটের সঙ্গে কাজ করা। বছরের শুরুতে ভারত সফরের আগে দুবাইয়ে আমরা এটা করেছিলাম। ডারউইন থেকে সরাসরি বাংলাদেশে রওনা দেওয়ার আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারবে দল।’

ডারউইনে এখন শুষ্ক মৌসুম। একই আবহাওয়া থাকবে আগস্টেও। তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এনটি ক্রিকেটের প্রধান নির্বাহী সিইও ট্রয় ওয়াটসন তাই বলছেন, ‘বাংলাদেশে যে কন্ডিশনে তারা খেলবে, অনেকটা সে রকম পরিবেশে প্রস্তুতির আয়োজন করছি। এতে খেলোয়াড়েরা দারুণ উপকৃত হবে।’ ১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছার কথা অস্ট্রেলিয়া দলের। অবশ্য সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে দেশটির ক্রিকেটারদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। সমঝোতা চুক্তি শেষ হওয়ার আগেই বেতন-ভাতা নিয়ে নতুন প্রস্তাবের চিঠি শুক্রবার অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএকে দিয়েছে সিএ। কিন্তু সেই চিঠিতে খেলোয়াড়দের সই করতে নিষেধ করেছে এসিএ! তাই দুই সংগঠনের দ্বন্দ্ব তাড়াতাড়ি মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না!

নতুন পাঠানো প্রস্তাবে বেতন-ভাতার বিষয়ে নতুন কিছু বিষয় থাকলেও বোর্ডের প্রাপ্ত রাজস্ব নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। অথচ গত কয়েক বছরে দুপক্ষের সমঝোতা চুক্তিতে এটিই ছিল মুখ্য বিষয়।

কিন্তু সিএর প্রস্তাবে সন্তুষ্ট নয় এসিএ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘খেলোয়াড়দের এই প্রস্তাবে সই না করতে বলা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো চিঠিতে স্পষ্ট করে অনেক কিছু বলা হয়নি। তাই এটি এখনো গ্রহণযোগ্য নয়।’

মূল সমঝোতা চুক্তি শেষ হবে আগামী সাত দিনের মধ্যে। দুপক্ষের টানাপড়েনের সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রস্তাবকে দেখা হচ্ছিল শান্তির বার্তা হিসেবে। কিন্তু এসিএ বেঁকে বসায় পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist