ক্রীড়া ডেস্ক

  ২৩ জুন, ২০১৭

পর্তুগালকে সরিয়ে শীর্ষে মেক্সিকো

ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে রাশিয়াকে হারিয়ে শীর্ষে উঠেছিল পর্তুগাল। কিন্তু পর্তুগিজদের স্থায়িত্ব হলো তিন ঘণ্টারও কম। পরশু দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। কনফেডারেশন কাপে মেক্সিকানদের এটাই প্রথম জয়। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে আছে কনকাকাফ চ্যাম্পিয়নরা। তাদের সমান দুই ম্যাচে একই পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পর্তুগাল। তিনে থাকা রাশিয়ার পয়েন্ট ৩।

সোচিতে ম্যাচের শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৪২ মিনিটে এগিয়ে যায় নিউজিল্যান্ড। লেইটন লুইসের পাস ধরে গোলটি করেন ফরোয়ার্ড ক্রিস উড। তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি রাগবির দেশটির। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে রাউল হিমেনেসের গোলে সমতায় ফেরে মেক্সিকো। ফাবিয়ানের বাড়ানো বল ধরে জালে পাঠান বেনফিকার ফরোয়ার্ড। আর ৭২ মিনিটে তাদের জয়সূচক গোলটি করেন ওরিবে পেরাল্তা।

প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সতীর্থের গোলে অবদান রেখেছিলেন রোনালদো; দু-দবার এগিয়ে থেকেও পর্তুগাল ড্র করেছিল ২-২ গোলে। এবার জোগানদাতা নন, রোনালদো হলেন গোলদাতা। পরশু মস্কোয় ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। রাফায়েল আদেলিনোর বাড়ানো ক্রসে রোনালদোর নিখুঁত হেড ঠিকানা খুঁজে পায়। এই গোলটিই ম্যাচের ভাগ্য ইউরোপ সেরা দলটির পক্ষে গড়ে দেয়।

রাশিয়ার রক্ষণে চাপ ধরে রেখে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল অতিথিরা। কিন্তু ছয় গজ বক্সের ভেতর থেকে রোনালদোর নিচু শট গোলরক্ষকের পায়ে লেগে ফেরে। গোল শোধে মরিয়া রাশিয়া প্রথমার্ধের সেরা সুযোগ তৈরি করে ৪১ মিনিটে। গোলোভিনের নিচু ক্রস ভালো জায়গায় পেয়েও বাইরে মেরে তা নষ্ট করেন স্ট্রাইকার ইস্মোলভ।

গোলরক্ষকের দৃঢ়তায় ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি পর্তুগাল। এফসি পোর্তোর স্ট্রাইকার আন্দ্রে সিলভার হেড শেষ মুহূর্তে হাত বাড়িয়ে আটকান আকিনফিভ।

এরপর থেকে পর্তুগালের রক্ষণে প্রচ- চাপ দিতে থাকে রাশিয়া। কিন্তু পেপে-ব্রুনো আলভেসদের রক্ষণদেয়ালে চিড় ধরাতে পারেননি ইস্মোলভ-জিরকভরা। শেষ দিকে পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নিলে চেনা মাঠে, চেনা সমর্থকদের সামনে হার নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া।

ফলাফল

রাশিয়া ০ : ১ পর্তুগাল

মেক্সিকো ২ : ১ নিউজিল্যান্ড

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist