ক্রীড়া প্রতিবেদক

  ২৩ জুন, ২০১৭

২৯ সদস্যের প্রাথমিক দল

অনেকদিন ধরেই জাতীয় দলে ফেরার লড়াই করছিলেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়েছেন এই ওপেনার। ব্যাট হাতে রানের ¯্রােত বইয়ে দেওয়ার সম্ভাব্য সেরা পুরস্কারটাই পেলেন কাল। আবারো ডাক পেয়েছেন জাতীয় দলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজের জন্য ২৯ সদস্যের যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা সেখানে ঠাঁই হয়েছে বিজয়ের। তার সঙ্গে দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেনও। দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তানবীর হায়দার, মুক্তার আলী, সাকলাইন সজীব ও আবুল হাসান।

আগামী অগাস্ট-সেপ্টেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবে বাংলাদেশ। আর সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজগুলোর প্রস্তুতি হিসেবে ১০ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।

আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সব খেলোয়াড় আছেন প্রাথমিক দলে। অস্ত্রোপচারের পর সেরে উঠতে রুবেল হোসেনের ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ক্যাম্পের শুরুতে হয়তো তিনি থাকতে পারবেন না, তবু তাকে রাখা হয়েছে প্রাথমিক দলে।

২৪ বছর বয়সী এনামুল তার চার টেস্টের শেষটি খেলেছিলেন সেই ২০১৪ সালে। ২০১৫ সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। এনামুলের মতো ২০১৪ সালেই সর্বশেষ টেস্ট খেলেছেন পেসার আল আমিন। দেশের হয়ে শেষ খেলেছেন গত বছর মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ বোলিং করে ফিরেছেন প্রাথমিক দলে।

২০১২ সালে অভিষেকের পর তিন সংস্করণেই খেলেছেন তরুণ পেসার হাসান। ২০১৫ সালের এপ্রিলের পর আর দেশের হয়ে খেলা হয়নি তার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হঠাৎ একটি ম্যাচ খেলে ফেলা বাঁহাতি স্পিনার সাকলাইন এসেছেন প্রাথমিক দলে। ওই টুর্নামেন্টকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে যে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ খেলেছিল সেটায় একটা ম্যাচ খেলেছিলেন মুক্তার। তারপর থেকে উপেক্ষিত এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন প্রাথমিক দলে।

নিউজিল্যান্ডে অভিষেকে পুরোপুরি নিষ্প্রভ তানবীর ডাক পেয়েছেন। ওই সফরে এই লেগ স্পিনিং অলরাউন্ডার খেলেছিলেন দুটি ওয়ানডে। আগস্টের শেষ দিকে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর। এ দুই উপলক্ষ সামনে রেখে ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটিতে আছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আল আমিন ও এনামুল হক। এই দলে আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকা নাসির হোসেনও।

প্রাথমিক দলে সুযোগ পাওয়া বেশির ভাগ খেলোয়াড়ই গত কয়েক মাস ধরে চ্যাম্পিয়নস ট্রফিসহ বিভিন্ন সিরিজ ও সফরে বাংলাদেশ দলে ছিলেন। গত জানুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি যে প্রাথমিক দল ঘোষণা করেছিল, তাতেও ছিলেন এনামুল ও আল আমিন। পরে চূড়ান্ত স্কোয়াডে তাঁদের ঠাঁই হয়নি। নিউজিল্যান্ড সফরে একটি ওয়ানডে খেলা লেগ স্পিনার তানভীর হায়দার সুযোগ পেয়েছেন আবারও। নতুন করে সুযোগ পেয়েছেন সাকলাইন সজীব ও মুক্তার আলী।

কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষ রান সংগ্রহকারী লিটন দাস এই দলে থাকলেও শীর্ষ উইকেট শিকারি আবু হায়দারকে রাখা হয়নি। বাঁহাতি পেসার আছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলে। ১৫ দিনের সফরে আগামী ১ জুলাই অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি দল।

প্রাথমিক দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, এনামুল হক, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist