ক্রীড়া ডেস্ক

  ১৮ জুন, ২০১৭

ভারত জিতলে বাংলাদেশের লাভ

আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার গৌরব নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষের জয় এবং চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের ম্যাচে তার পুণরাবৃত্তি। কিন্তু ভারতের কাছে হেরেই ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল মাশরাফিদের। আজ শিরোপা লড়াইয়ে সেই ভারতীয়দের প্রতিই এক ধরণের মৌন সম্মতি থাকবে বাংলাদেশের। কারণ পাকিস্তান হারলে যে টাইগারদেরই লাভ।

সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় ১ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। তবে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে ঠিকই আছে টাইগাররা। কিন্তু আজ ভারত হারলে জায়গাটা পাকিস্তানের জন্য ছেড়ে দিতে হবে মাশরাফিদের। সেক্ষেত্রে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে ছয়ে চলে আসবে পাকবাহিনী।

ভারত চ্যাম্পিয়ন হলে এক রেটিং পয়েন্ট কমবে পাকিস্তানের। ৯২ পয়েন্ট নিয়ে আটে নেমে যাবে দলটি। এদিকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে উঠে আসবে বর্তমানে অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কা। অপরিবর্তিত থাকবে বাংলাদেশের রেটিং পয়েন্ট এবং র‌্যাংকিংয়ের অবস্থান। তাই ফাইনালে পাকিস্তান হারলেই বাংলাদেশের লাভ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist