ক্রীড়া ডেস্ক

  ১৭ জুন, ২০১৭

ফাইনালে খেলবেন আমির

পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম অস্ত্র মোহাম্মদ আমির। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলা হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন এই পেসার। তাই ফাইনালে তার খেলা নিয়েও দেখা দিয়েছিল সংশয়।

তবে শুক্রবার সারা দিন অনুশীলন করে জানান দিলেন, ফাইনালের জন্য প্রস্তুত আছেন পাকিস্তানি এই পেসার। রবিবারের ফাইনালকে ঘিরে ওভালে অনুশীলন করেছেন আমির।

সেমিফাইনালে টসের আগেই ফিটনেস পরীক্ষা উতরাতে পারেননি আমির। তার জায়গায় রুম্মন রইসকে অভিষেকের সুযোগ দেওয়া হয়।

নতুন বলে সেমির ওই ম্যাচে জুনায়েদের সঙ্গে ভালোভাবেই ত্রাস ছড়ান বাঁহাতি এই পেসার। ৪৪ রানে নেন ২ উইকেট।

আমির ভালো বোলিং করলেও লিগের দুই ম্যাচে উইকেট বিহীন ছিলেন।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন শিকারির ভূমিকায়। ৫৩ রানে নেন ২ উইকেট।

আর তার ব্যাট থেকে ২৮ রান তো জয়ের ভিতটাই গড়ে দেয় পাকিস্তানের। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই একাদশে নিয়মিত রয়েছেন আমির। দলের হয়ে ৫৭ ম্যাচের ৪৭টিতেই খেলেছেন এই সময়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist