ক্রীড়া ডেস্ক

  ১৭ জুন, ২০১৭

‘বাইরের শক্তি’র প্রভাবে ফাইনালে পাকিস্তান

যে দলটিকে কেউ গোনাতেই ধরেনি, সেই পাকিস্তানই খেলবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। তবে ফাইনালে উঠেও ঠিক স্বস্তিতে নেই সরফরাজরা। তাদের টানা জয়কে যে প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের সাবেক ওপেনিং ব্যাটসম্যান আমির সোহেল। তিনি বলেন, ‘বাইরের শক্তি’র সহায়তায় ফাইনালে উঠেছে পাকিস্তান।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফাইনালে মুখোমুখি, তখন চারদিক উত্তেজনা বিরাজ করা স্বাভাবিক। এমন সময়ে পরোক্ষভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সোহেল। সাবেক এ ওপেনার বলেছেন, ফাইনালে ওঠার জন্য অধিনায়ক সরফরাজ ও তার দলের আনন্দ করার কোনো কারণ নেই। বাইরের শক্তির প্রভাবে শিরোপার লড়াইয়ে উঠেছে পাকিস্তান!

‘সরফরাজকে একটা কথা বলা দরকার, তোমরা দারুণ কিছুই করোনি। তোমাদের ম্যাচ জিততে অন্য কেউ সহায়তা করেছে। তোমার (সরফরাজ) আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা জানি এ জায়গায় তাদের “আনা” হয়েছে। মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বাইরের শক্তি তাদের ফাইনালে তুলেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist