খেলা প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

মোহামেডানের বিদায়

শেখ জামাল ১ : মোহামেডান ০

অন্যদের চেয়ে একটু দেড়িতেই নতুন মৌসুমের প্রস্তুতি নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্বল্প সময়ের অনুশীলন পর্বের সুফল হিসেবে মৌসুমের প্রথম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল মতিঝিলের ক্লাবটি। কিন্তু শিরোপা জেতার জন্য এতটুকু অনুশীলন বোধহয় যথেষ্ট ছিল না। ঐতিহ্যবাহী ক্লাবটির রথযাত্রা থেমে গেল ফেডারেশন কাপের নকআউট পর্বের শুরুতেই। কাল মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

গ্রীষ্মের প্রচ- দাবদাহে রীতিমত নাকাল হওয়ার উপক্রম। এমন প্রতিকূল পরিবেশে ফুটবল খেলা কতটা কঠিন সেটা স্পষ্ট হয়ে উঠল মোহামেডান-শেখ জামালের বাঁচা-মরার মহারণে। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাভাবিক খেলাটা খেলতে পারল না দু’দলের একটিও। ‘ভাগ্যক্রমে’ শেখ জামাল ৭৬ মিনিটে গোলটা পেয়েছিল। সেটাই শেষ চারের টিকিট ও ম্যাচ নির্ধারণ করে দিয়েছে।

সাম্প্রতিক মৌসুমগুলোকে এক সুতোয় বাঁধলে সেটা হবে মোহামেডানের দুঃস্মৃতির মালা। কোনোভাবেই সাফল্যের মুখ দেখছে না সাদা-কালো শিবির। নতুন মৌসুমের শুরুতে গা ঝাড়া দিয়ে ওঠার যে তাড়না মোহামেডানের ছিল কাজে দেয়নি। অথচ ক্লাবের সোনালী অতীত ফিরিয়ে আনতে এবার ভালো একটা দলই বানিয়েছিল মোহামেডান।

গত মৌসুমে পেশাদার লিগের দশম হওয়া দলটার স্বপ্নভঙ্গ হয়ে গেছে পরিবর্তিত ফুটবলার সলোমন কিংয়ের গোলে। সলোমন বৃথা যেতে দেননি নাইজেরিয়ান ফুটবলার রাফায়েলের দারুণ জোগানটা। জাল কাঁপান মোহামেডানের। সঙ্গে ভেঙে দেন মোহামেডানের স্বপ্নটাকেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist