খেলা ডেস্ক

  ২০ মে, ২০১৭

বুফনের পক্ষে গ্রিজম্যানের বাজি

রিয়ালের বিপক্ষে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে নিজের দল অ্যাটলেটিকো না পারলেও বুফনের জুভেন্টাস পারবে বলে মনে করেন আঁতোয়ান গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাস রিয়াল মাদ্রিদকে হারাবেই ধারণা ফরাসি সুপারস্টারের। আর তা হলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিততে পারেন বলেও মত দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। জাতীয় ও ক্লাব পর্যায়ের শিরোপাগুলোর মধ্যে এই ট্রফিটিই কেবল অধরা বুফনের। সিরি আ’তে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে জুভেন্টাস। ট্রেবল জয়ের পথে ইতোমধ্যে ইতালিয়ন কাপ জিতে এক ধাপ এগিয়ে গেছে জুভরা। বুধবার রাতে টানা তৃতীয়বারের মতো ইতালিয়ান কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে জুভরা। ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিরির দল। আর কার্ডিফের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল তো আছেই। ১৯৯৫-৯৬-এর পর থেকে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শিরোপা জিততে পারেনি। তবে ৩ জুনের ফাইনালে জিতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা ট্রফি উঁচিয়ে ধরতে পারবে বলে বিশ্বাস গ্রিজম্যানের। যদিও দারুণ ছন্দে থাকা রিয়ালের বিপক্ষে লড়াইটা মোটেই একপাক্ষিক হবে না। বুফন বনাম রোনালদোর লড়াইটাও হবে দেখার মতো। স্পেনভিত্তিক কাদেনা সেরস এল লারগেরোকে ফরাসি এই ফরোয়ার্ড বলেন, জুভেন্টাস চ্যাম্পিয়ন লিগ জিতবে এবং এই জন্য বুফন জিতবে ব্যালন ডি’অর। গত মৌসুম ও ২০১৪ সালে প্রতিযোগিতাটিতে রানার্সআপ হওয়া অ্যাটলেটিকোর সামনে এবারও ফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু ওই দুই ফাইনালের মতো এবারও সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ৪-২ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। (দুইবার ফাইনালে পরাজয়) সেমির চেয়ে বেশি কষ্ট দেয়। কারণ, আপনি মনে করছেন আপনি শিরোপা তুলে ধরতে যাচ্ছেন তখন আপনি হেরে গেলেন। এটা খুবই কঠিন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist