খেলা ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

হারের মুখে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ইনিংস হারের শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৮০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

কিউইদের অলআউট করার পথে আড়াই দিন ফিল্ডিং করা দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের মুখে ক্লান্তির ছাপটা স্পষ্ট ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এ জন্যই হয়তো ধৈর্য রাখতে পারেননি আমলা-ডুমিনিরা। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন শেষে ৯৫ রানে পিছিয়ে থেকে ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে প্রোটিয়ারা।

গত দিনের রেকর্ডছোঁয়া সেঞ্চুরিয়ান উইলিয়ামসন গতকাল বেশিক্ষণ টিকতে পারেননি। কিউই ব্যাটিং অর্ডারের নিচের দিকের ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে অবশ্য দুর্দান্ত লড়েছেন কলিন গ্র্যান্ডহোম। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দলের লিড নিয়ে যান ১৭৫ রানে। সকালের সেশনে রানের গতি মন্থর থাকলেও গ্র্যান্ডহোমের ব্যাটে চার-ছয়ের ফুলঝুড়ি ফুটেছে। মরকেল-রাবাদাদের হতাশ করে কিউইরা ব্যাট করেছে ১৬২ ওভার। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টের পর এত দীর্ঘ সময় ফিল্ডিং করতে হয়নি আমলা-ডু প্লেসিদের। বৃষ্টিবিঘিœত ম্যাচের অনেক ওভার নষ্ট হয়েছে প্রথম দুই দিনে। এরপর দুই দলই নিজেদের প্রথম ইনিংসে বড় স্কোর করায় ‘ম্যাড়ম্যাড়ে’ ড্রয়ের কথাই ভাবছিলেন সবাই। কিন্তু আজকের দিনের শেষ সেশনে গিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছে কিউইদের দুর্দান্ত বোলিং। এলগার, আমলা, ডুমিনি-কেউই ক্রিজে থিতু হতে পারেননি। শুরুতে কিছুটা আশা জাগালেও আমলার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ব্রুনও।

দিনের তখনো এক ঘণ্টার মতো খেলা বাকি। ৫৯ রানেই ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা রীতিমতো ধুঁকছে। কঠিন সময়ে হাল ধরেন অধিনায়ক ডু প্লেসি। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা ডি কক ভালোই সঙ্গ দিয়েছেন তাকে। আগামীকাল এই দুজনের ওপরই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার ভাগ্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist