খেলা প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

জাতীয় দলের চার ক্রিকেটার ইমার্জিং কাপে

ঘনিয়ে আসছে ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী মাসের মাঝামাঝিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের রোমাঞ্চের আসর। তবে আসরের স্বাগতিক বাংলাদেশ হলেও প্রতিযোগিতার ভেন্যু এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ওপর যথেষ্ট ধকল গেছে। সেটা কাটিয়ে উঠতে কার্যত হোম অব ক্রিকেটে চলছে সংস্কারকাজ। শেষ পর্যন্ত মিরপুরের মঞ্চে ইমার্জিং কাপের কোনো ম্যাচ নির্ধারণ হবে কি না এটা বলা মুশকিল। তবে টুর্নামেন্টের জন্য ঢাকার বাইরের ভেন্যু করার কথা ভাবছে বিসিবি। কাল বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কয়েকটি ভেন্যুর নামও খোলাসা করেছেন। বলেছেন, ‘ফতুল্লা ও কক্সবাজার স্টেডিয়াম এগিয়ে আছে। সিলেট স্টেডিয়ামও হতে পারে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই সবকিছু নির্ধারণ করা হবে।’

ইমার্জিং কাপে স্বাগতিক বাংলাদেশসহ মোট আটটি দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলবে। দলগুলো হচ্ছেÑভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকং। টেস্ট খেলুড়ে দলগুলো চাইলে প্রতিযোগিতার স্কোয়াডে চারজন করে অভিজ্ঞ খেলোয়াড়কেও রাখতে পারে।

প্রতিযোগিতা চলাকালীন শ্রীলঙ্কা সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। তাই মূল দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের জন্য জাতীয় দলে ফেরার সুযোগ হয়ে আসবে ইমার্জিং কাপ। কিন্তু কোন চার ক্রিকেটার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ঠাঁই পাবে সেটা এখনো প্রশ্ন। তবে ধারণা করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো এনামুল হক, শাহরিয়ার নাফীস, নাসির হোসেন ও আল-আমিন হোসেন থাকতে পারেন ওই দলে।

আসলে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণার পরই ইমার্জিং কাপের স্কোয়াড দেবেন বিসিবি নির্বাচকরা। কাল এমনটিই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বলেছেন, ‘ওয়ানডে দলটা তৈরি করে ইমার্জিং কাপের স্কোয়াড দেব। আমরা এইচপি স্কোয়াড থেকে ২২ জনের একটা দল করে দিয়েছি, যেটা পুরোপুরি অনূর্ধ্ব-২৩ দল। ওদের অনুশীলন শুরু হয়ে যাবে ২৫ ফেব্রুয়ারি থেকে। এরপর যে চারজন জাতীয় দল থেকে আসার কথা ওটা ওয়ানডে দল করার পর ঠিক করব। জাতীয় দলের প্রতিষ্ঠিত, ভালো চার খেলোয়াড় এখানে দিতে পারব আশা করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist