খেলা প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

রোল বল বিশ্বকাপে সপ্তম হওয়াটাই বাংলাদেশের সেরা সাফল্য। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বমঞ্চ নিজেদের আঙিনায়। তাই বাংলাদেশের চোখে খেলা করছে স্বপ্নের শিরোপা। আজ প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার।

হংকংকে ১৯-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নশিপের প্রতিশ্রুতি দিয়েছিলেন লাল-সবুজ অধিনায়ক আসিফ ইকবাল। অধিনায়কের ছুড়ে দেওয়া প্রতিশ্রুতি একেবারেই ফাঁকা বুলি ছিল না। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সেটাই বুঝিয়ে দিয়েছে আসিফের দল। কাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভুটানকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল স্বাগতিক শিবির।

বাংলাদেশের দারুণ এই জয়ের নায়ক দুজন। হৃদয় এবং আরাফত। দলের ৯ গোলের আটটি সমানভাগে ভাগ করে নিয়েছেন এ মানিকজোড়। লাল-সবুজ জার্সিধারীদের হয়ে অন্য গোলটি করেছেন সোহাগ। এমন দাপুটে জয়ের পরও আত্মবিশ্বাসে গা ভাসিয়ে দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক আসিফ। বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আলাদা ভাবে কোনো কিছু ভাবছি না। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আগের দিন পরিকল্পনা নিয়ে মাঠে নামছি।’

এদিকে কালকের সকালে অন্য ম্যাচে চীনকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্সে ছেলেরা হারলেও দারুণ জয় তুলে নিয়েছে চীনের মেয়েরা। কাল তানজানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে চীনাকন্যারা। দিনের অন্য ম্যাচে বেলারুশ ১৬-১ গোলে বিধ্বস্ত করেছেন তুরস্ককে। জাম্বিয়া ও চীনা তাইপের ম্যাচটা ১-১ গোলে অমীমাংসিত থেকে গেছে। ইংল্যান্ড-ইন্দোনেশিয়া নারী দলের ম্যাচটা তো ফলই হয়নি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

কমপ্লেক্সের পাশে হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলো ফল হয়েছে। লাটভিয়া ২-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে, ডেনমার্কা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কি নারীদের। ওদিকে মিরপুরে ইনডোর স্টেডিয়ামে গুইনিয়াকে ১১-০ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে পাকিস্তান। অবশ্য জয়ের জন্য মাঠেই নামতে হয়নি চীনা তাইপে মেয়েদের। ভিয়েতনাম বিশ্বকাপে না আসায় ওয়াকভার পেয়েছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist