খেলা ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

ইউনাইটেডের ‘রেকর্ড’

গত মৌসুমটা দারুণ কেটেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় রানার্সআপ হয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে বিগত মৌসুমে মাদ্রিদ জায়ান্টদের সবচেয়ে বড় অর্জন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদ্ধার করা। অন্যদিকে বার্সা ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় সুবিধা করতে না পারলেও জিতে নিয়েছে লা লিগা ও কোপা দেল রের ট্রফি। অথচ শিরোপাহীন আরেকটা মৌসুম কাটানোর পরও স্প্যানিশ দুই ক্লাবটিকে একদিক থেকে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গত মৌসুমে ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে রেড ডেভিলসরা। শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ডেলোয়েটের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ ক্লাবটি রেকর্ড আয় করেছে।

ডেলোয়েট মানি লিগে শীর্ষ ১০ ক্লাব

ম্যানচেস্টার ইউনাইটেড, (৬৮ কোটি ৯০ লাখ ইউরো), বার্সেলোনা (৬২ কোটি ২ লাখ ইউরো), রিয়াল মাদ্রিদ (৬২ কোটি), বায়ার্ন মিউনিখ (৫৯ কোটি ২০ লাখ ইউরো), ম্যানচেস্টার সিটি (৫২ কোটি ৪৯ লাখ ইউরো), পিএসজি (৫২ কোটি ৯ লাখ ইউরো), আর্সেনাল (৪৬ কোটি ৮৫ লাখ ইউরো), চেলসি (৪৪ কোটি ৭৪ লাখ ইউরো), লিভারপুল (৪০ কোটি ৩৮ লাখ ইউরো), জুভেন্টাস (৩৪ কোটি ১১ লাখ ইউরো)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist