খেলা ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

পথভ্রষ্ট রিয়াল মাদ্রিদ

গত বছর থেকেই প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ফর্মটা নতুন বছরের শুরুর দিকেও কিছুটা টেনে এনেছিল লস ব্ল্যাঙ্কোসরা। স্প্যানিশ ফুটবলে টানা ৪০ ম্যাচ অজেয় থাকার রেকর্ড অবধি গড়েছিল জিনেদিন জিদানের দল! অথচ সেই দলটাই কিনা হঠাৎই পথভ্রষ্ট। তিন দিনের ব্যবধানে রোনালদো-রামোস-বেনজেমারা হেরে বসলেন দু দুটো ম্যাচ! লা লিগায় সেভিয়ার কাছ থেকে প্রাপ্ত দুঃস্মৃতির ক্ষতটা না শুকাতেই ফের হার। রিয়াল এবার হেরেছে স্প্যানিশ কোপা দেল রেতে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে। তা-ও আবার নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে! পরশু সেল্টা ভিগো ২-১ গোলে হারিয়ে দিয়েছে জিদানের দলকে।

অবশ্য এ হারে সব শেষ হয়ে যায়নি। এখনো দ্বিতীয় লেগ বাকি আছে। তবে সেটি সেল্টার ভিগোর মাঠ ভ্যালাইদোসে, তাতে জিততে হবে কমপক্ষে দুই গোলের ব্যবধানে। তা করার সামর্থ্য বেশ ভালোই আছে রোনালদোদের, তবে তাদের বেশি ভয় দেখাচ্ছে ইতিহাস। আর অন্য কোনো স্কোরলাইনে হারলেও হতো, এই ২-১ ব্যবধানটাই যত ভয় দেখাচ্ছে। এর আগে দুবার কোপা দেল রেতে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল রিয়াল, কিন্তু একবারও সেটা পুষিয়ে নিতে পারেনি।

রিয়ালের ভাগ্যে এবার কী আছে সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে প্রথম লেগের পারফরম্যান্স অবশ্য শঙ্কাই জাগাবে রিয়াল সমর্থকদের মনে। ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ৬৪ মিনিটে ইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় সেল্টা। এই মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ১৬তম গোল। এ গোলের পেছনে কিছুটা দায় ছিল রিয়াল ডিফেন্ডার মার্সেলোর, পাঁচ মিনিট পরই ভুলের প্রায়শ্চিত্ত করেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতায় ফেরান রিয়ালকে। তবে জিদানের দল মিনিটখানেকও সমতা ধরে রাখতে পারেনি। জনির গোলে দারুণ জয় নিয়ে ফিরেছে সেল্টা ভিগো।

ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর আসতে না আসতেই রিয়াল একটু ধুঁকছে। পুরো ২০১৬ সালে যেখানে ম্যাচ হেরেছিল মাত্র দুটি, ২০১৭ সালে ১৮ দিনের মধ্যেই হেরে গেল দুই ম্যাচ! উড়তে থাকা দলটির হঠাৎ এমন ছন্দপতনের দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন ‘জিজু’, ‘আমিই এমন পারফরম্যান্সের জন্য দায়ী। আমাকেই এর সমাধান খুঁজে নিতে হবে। সেল্টা ভিগো যেভাবে খেলেছে, তাতে আমি অবাক হইনি, জানতাম ওরা এমন একটা দল যারা প্রতিপক্ষকে ভোগাতে পারে।’

রিয়াল কোচের পরের কথাটায় অবশ্য আশ্বস্ত হতে পারেন সমর্থকেরা, ‘আমি চিন্তিত নই। যদিও সময়টা একটু খারাপ যাচ্ছে, তবে আমরা জানি এ অবস্থা কাটিয়ে উঠতে পারব। উঠবও। ভিগোতে গিয়ে আমরা এটি বদলে দেওয়ার ক্ষমতা রাখি। অবশ্য তার আগে লিগে একটা ম্যাচ আছে আমাদের।’ পরশু পরিচিত দর্শকদের সামনে ছায়া হয়ে থাকলেন ক্রিশ্চিয়নো রোনালদো। মাঝমাঠে দলকে এক সুতোয় বাঁধতে পারেননি লুকা মডরিচও। ব্যর্থতা ছিল রক্ষণভাগেও। সার্জিও রামোস, রাফায়েল ভারানেরা সামলে রাখতে পারেননি নিজেদের বিপদ সীমা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist