খেলা প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৭

শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে ৮ দলের এই জমজমাট আসর। গত আসরে খেলা অধিকাংশ দলই এবার থাকছে না। তবে বাংলাদেশের তিন ক্লাব অপরিবর্তিতই থাকছে। স্বাগতিক হওয়ার সুবাদে চট্টগ্রাম আবাহনীতে তো থাকছেই, সঙ্গে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এতে অংশ নিবে। বাকি পাঁচ দল হল- কোরিয়ার পোচেন সিটিজেন ফুটবল ক্লাব, আফগানিস্তানের শাহীন আসমায়ী ফুটবল ক্লাব, কম্বোডিয়ার (এখনো নাম চূড়ান্ত হয়নি) একটি ক্লাব এবং নেপালের মানাং মারশাইন ক্লাব। পঞ্চম দলটি এখনো চূড়ান্ত হয়নি। মালদ্বীপ এবং শ্রীলঙ্কার যে কোনো একটি ক্লাব অংশ নিতে পারে বলে আয়োজক চট্টগ্রাম আবাহনী কর্তৃপক্ষ জানিয়েছে। গতবার ভারতের ইস্ট বেঙ্গল এবং কলকাতা মোহামেডান অংশ নিলে আই লিগ থাকায় ভারতের কোনো দল এবারের আসরে অংশ নিচ্ছে না।

গত আসরের চেয়ে এবারের আসর আরো জমজমাট এবং আকর্ষণীয় হবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানান চট্টগ্রাম আবাহনীর কর্তাব্যক্তিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের নামে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট গতবার দক্ষিণ এশিয়াতে ব্রান্ডিং করা হলেও এবার এর ব্যপ্তি এশিয়াতে ছড়িয়ে দেয়ায় আয়োজকদের লক্ষ্য। এ কারণেই মূলত দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলোকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে। টুর্নামেন্ট সামনে রেখে গতকাল এ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর পরিচালক তরফদার মো. রহুল আমিন বলেন, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার, গতবার যা ছিল ২৫ হাজার, রানার্স আপ পাবে ১৫ হাজার। টুর্নামেন্টটি সরাসরি বিটিভি সম্প্রচার করবে। এবার দলগুলো ৫ জন বিদেশী খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। তবে মাঠে ৪ জনের বেশি খেলাতে পারবে না। টুর্নামেন্ট চলাকালীন প্রতিদিনই কনসার্ট এবং ফায়ারওয়ার্কসের ব্যবস্থা থাকবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এমএ লতিফ এমপি, দলটির মহাসচিব শামসুল হক চৌধুরী এমপি এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আরো অনেকেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist