ক্রীড়া প্রতিবেদক

  ১৩ আগস্ট, ২০২০

সাত ফুটবলার করোনা পজিটিভ

বাফুফের অনুশীলন ক্যাম্প স্থগিত

করোনা পজিটিভ

ফিফার অনুমতি নিয়ে অক্টোবর ও নভেম্বরের বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো পিছিয়ে ২০২১ সালে নিয়েছে এএফসি। এ সিদ্ধান্ত জানার পরপরই বাফুফের ন্যাশনাল টিমস কমিটি জরুরি সভায় মিলিত হয়েছিল ভার্চুয়াল প্ল্যাটফরমে। যে সভায় যোগ দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনও। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় ফুটবল দলের ক্যাম্প আজ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে যেসব ফুটবলার ও অফিশিয়ালের করোনা পজিটিভ রয়েছেন, তাদের চিকিৎসা বাফুফের তত্ত্বাবধানেই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৫, ৬ ও ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩০ জন খেলোয়াড় ও ৬ জন কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনের এবং একজন সহকারী কোচের করোনা পজিটিভ এসেছিল। বাফুফে অধিক নিশ্চিত হওয়ার জন্য পরে সোমবার প্রাভা হেলথ ও আইসিডিডিআরবির মাধ্যমে পুনরায় ৩৬ জনের দুবার করে কোভিড-১৯ পরীক্ষা করায়। এর মধ্যে ২৬ জনের ফলাফল এসেছে নেগেটিভ। পজিটিভ ফলাফল এসেছে এম এস বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম, আনিসুর রহমান ও বিশ্বনাথ ঘোষের। তাদের মধ্যে রিয়াদুল হাসান, রায়হান হাসান ও রাকিব হোসেনের ফল দুই ধরনের আসায় তাদের সতর্কভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close