ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২০

শৈশবের ভক্তকে কিনল লিভারপুল

করোনাকালে এ বছরের দলবদলের বাজার অনেকটাই নিরুত্তাপ। এর মধ্যে অনেকটা চুপিসারেই মৌসুমের প্রথম কেনাকাটা সেরে ফেলল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস থেকে দলে টেনেছে লেফটব্যাক কস্টাস সিমিকাসকে। সেজন্য লিভারপুলের খরচ হয়েছে ১১.৭ মিলিয়ন পাউন্ড।

২৪ বছর বয়সি সিমিকাস খুব হাইলি রেটেড কেউ ছিলেন না। তবে অলিম্পিয়াকসের হয়ে গত কয়েক মৌসুমে ধারাবাহিক পারফর্ম করে গেছেন। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের এই মৌসুমেও নজর কেড়েছেন গ্রিক ক্লাবটির হয়ে। লিভারপুলের চোখ এর মধ্যেই পড়েছিল তার ওপর। এবার লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের কাভার হিসেবে নিয়ে আসা হলো তাকে। সিমিকাস জানিয়েছেন, ভাইয়ের দেখাদেখি ছোটবেলা থেকে লিভারপুলকে সমর্থন করে আসছেন তিনি। সব মিলে গ্রিক ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন সিমিকাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close