ক্রীড়া ডেস্ক

  ১৬ জুলাই, ২০২০

বাস্তবতা মেনে চ্যাম্পিয়নস লিগে চোখ

আর মাত্র ২ পয়েন্ট পেলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল মাদ্রিদ। এর জন্য দুটি ম্যাচ পাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে অলৌকিক কিছু না হলে বার্সার শিরোপা ধরে রাখার স্বপ্ন অসম্ভব। আর এটা খুব ভালো করেই বুঝতে পারছেন ক্লাবটির অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ। তাই এখন থেকেই চ্যাম্পিয়নস লিগে ভালো করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বললেন এ উরুগুইয়ান ফরওয়ার্ড।

অথচ করোনাভাইরাসের কারণে বিরতির আগে রিয়ালের চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনাই। ফেরার পর চার ম্যাচের তিনটি ম্যাচে ড্র করে উল্টো চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পরে তারা। আগামী বৃহস্পতিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সে ম্যাচ জিতলেই দুই মৌসুম পর ফের শিরোপা উল্লাসে মেতে উঠবে দলটি।

আর এ বাস্তবতা মেনে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘সত্যি বলতে কি, আমাদের লিগ শিরোপা জয় প্রায় অসম্ভব। এটা পরিষ্কার যে সেভিয়ার বিপক্ষের ম্যাচই আমাদের সবকিছু কঠিন করে দিয়েছে। আমরাই প্রতিপক্ষকে এগিয়ে দিয়েছি। ওই দিনটা ছিল গুরুত্বপূর্ণ তবে ভিগোর বিপক্ষেই ছিল চাবিকাঠি। আমরা আমাদের সেরা সুযোগ মিস করেছি।’

‘যদি আমরা ভিগোকে হারাতে পারতাম তাহলে আমরা অ্যাতলেতিকোর বিপক্ষে আরো ভালো খেলতাম। ভিগোর বিপক্ষেই শেষ মুহূর্তে আসপাসের গোলেই সব ভেস্তে গেছে। এটা কষ্টদায়ক। এখন আমাদের শেষটা ভালো করতে হবে এবং চ্যাম্পিয়ন্স লিগে যেতে হবে।’

তবে চলতি মৌসুমে বেশকিছু ম্যাচেই বিতর্কিত জয় পেয়েছে রিয়াল। তবে এসব বিতর্ককে অজুহাত হিসেবে মনে করছেন সুয়ারেজ। নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারেননি বলেই শিরোপা হাতছাড়া হচ্ছে মনে করেন তিনি। এ প্রসঙ্গে মুন্দো দিপার্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘লা লিগার ব্যাপারে আমাদের নিজেদের সমালোচনা করা উচিত। আমরাই এটা যেতে দিয়েছি। আমাদের জানা ছিল আমরা নিজেদের ওপর নির্ভরশীল ছিলাম এবং কোনো অজুহাত দিতে নয়।’

এখন সব বাদ দিয়ে নিজেদের সম্মানের জন্য শেষ দুটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে নজর দেওয়ার কথা বললেন সুয়ারেজ, ‘এখন, আমাদের গর্বের জন্য এবং বার্সার সুনামের জন্য, আমাদের দুটি বাকি খেলা জিততে হবে এবং পরে যে একমাত্র শিরোপা লড়াই করতে পারি তার প্রতি মনোনিবেশ করতে হবে, যা চ্যাম্পিয়নস লিগ।’

ওইসব ক্লাব যদি এ লেভেলে পারফর্ম করতে পারে তাহলে আমাদের দলে আমরা কেন পারব না, আমরা যেকোনো দলকে হারাতে পারি। একটি ম্যাচে ব্যর্থতাই মূল্যবান হতে পারে এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং চ্যাম্পিয়নস লিগ পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close