ক্রীড়া ডেস্ক

  ০৮ জুলাই, ২০২০

বুড়ো তাম্বে এবার সিপিএলে

বয়স হয়ে গেছে ৪৮। তার বয়সি কেউই আর স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে নেই। কিন্তু ভারতের লেগ স্পিনার প্রবীণ তাম্বে এই বয়সে শুধু খেলছেনই না, রীতিমতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের কদর বাড়িয়েই চলেছেন। এবার প্রথম ভারতীয় হিসেবে নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

এমনিতে ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমোদন নেই। কিন্তু তাম্বে নিজেকে এসব বিধিনিষেধের বাইরে নিয়ে যেতে চান। আইপিএল বা দেশের ঘরোয়া অন্য আসরে খেলার সম্ভাবনা না থাকায় পাড়ি জমাতে চান বাইরের টি-টোয়েন্টি লিগে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনাপত্তিপত্রের অপেক্ষায় আছেন তিনি।

তাম্বেকে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলে খেলবেন এই লেগ স্পিনার। আসরটির প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল ১৮ জন বাংলাদেশি ক্রিকেটারেরও। তবে তাদের কেউই দল পাননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close