ক্রীড়া ডেস্ক

  ০৮ জুলাই, ২০২০

হাতাহাতির পর মাতামাতি

এভারটনের বিপক্ষে ম্যাচে বিরতির সময় নিজেদের ভেতর লেগে গিয়েছিল হুগো লরিস আর সন হিউন মিনের। টটেনহাম অধিনায়ক লরিস দৌড়ে এসে সতীর্থ সনের কাঁধে ধাক্কা দিয়েছিলেন। এরপর মাঠেই কথা-কাটাকাটি হয়েছে দুজনের। হাতাহাতির দিকেই যাচ্ছিল, তবে সতীর্থরা এসে দুজনকে আলাদা করে দিয়ে মাঠ ছেড়েছেন তখন। ম্যাচের পর ওই ঘটনাকে কোচ হোসে মরিনহো ‘চমৎকার’ আখ্যা দিয়েছেন।

নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে বিরতির আগেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল টটেনহাম। পরে ম্যাচ শেষ হয়েছে ওই স্কোরলাইনেই। খেলা শেষে লরিস আর সন অবশ্য গলা মিলিয়েছেন, মাঠের ঝামেলা মাঠেই মিটিয়ে ফেলেছেন। তাতে হাতাহাতির ৪৫ মিনিটের মধ্যেই দুজনের মাতামাতি দেখেছেন সমর্থকরা।

একই রাতে মরিনহো পেয়েছেন প্রিমিয়ার লিগে নিজের ২০০তম জয়। তবে মাইলফলক ছোঁয়ার রাতের পুরোটাই মরিনহোকে কাটাতে হয়েছে লরিস-সনের হাতাহাতির ঘটনা ব্যাখ্যা করে, ‘এটা সম্ভবত আমাদের নিজেদের ভেতর চলা কথা-বার্তার ফল। কাউকে যদি দায়ী করতে হয়, তাহলে সেটা আমি। আমি ওদের নিয়ে সমালোচনা করেছি। কিন্তু ওরা ততখানি আত্মসমালোচনা করেনি। আমি ওদের কাছ থেকে আরো বেশি দাবি করেছি।’

দক্ষিণ কোরিয়ান তারকাকে নিয়ে স্পেশাল ওয়ানের ভাষ্য, ‘সন ছেলে হিসেবে দারুণ। সবাই ওকে পছন্দ করে। কিন্তু অধিনায়ক ওকে বলেছে ওর দলকে আরো দিতে হবে, আরো খাটতে হবে। এ রকম একটা কিছুর দরকার ছিল দলকে উজ্জীবিত করে তুলতে। মাঠে আপনাকে এমন চরিত্র দেখাতে হবে।’

ম্যাচ শেষে লরিসও দাবি করেছেন মাঠের ঝামেলা নিতান্তই ফুটবলকেন্দ্রিক, ‘এটা আমাদের ড্রেসিংরুমের ব্যাপার। বাইরে আপনি যা খুশি তাই বলতে পারেন। আমার আর সনের ভেতর যা হয়েছে সেটা ফুটবলেরই অংশ। ম্যাচের পর নিশ্চয়ই দেখেছেন আমরা খুশিই ছিলাম।’

প্রথমার্ধে মাইকেল কিনের আত্মঘাতী গোল জয় এনে দিয়েছে টটেনহামকে। ৩৩ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে উঠে এসেছে মরিনহোর দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close