ক্রীড়া ডেস্ক

  ০৩ জুলাই, ২০২০

এশিয়ান কাপে বিড করবে পাঁচ দেশ

এশিয়ার সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট এশিয়ান কাপ। আর ২০২৭ সালের এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি দেশ। এশিয়ার সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক হতে এবার বিডে অংশ নিতে চায় ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘বিডিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে এএফসি এখন প্রতিটি আগ্রহী সদস্য অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করবে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষণা করা হবে।’

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিডে আগ্রহ দেখানো পাঁচটি দেশকেই এশিয়ান কাপ আয়োজনের সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। একইসঙ্গে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনের জন্য তাদের সমর্থন কামনা করছি। বিডিং প্রক্রিয়ায় তাদের সবার প্রতি আমার শুভকামনা থাকল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close