reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২০

অনুসরণ

ইমরান খানকে এক বাক্যে পাকিস্তান ক্রিকেটের ‘সবচেয়ে সফল অধিনায়ক’ মানেন সবাই। গ্রিন আর্মিদের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ এসেছে তার অধিনায়কত্বেই। ক্রিকেটের পর রাজনীতির মাঠেও সফল ইমরান। প্রথম ক্রিকেটার হিসেবে বসেছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। অবসরের পর ইমরানের পথ ধরে এগুতে চান উত্তরসূরি জুনায়েদ খানও।

দারুণ সম্ভাবনা নিয়ে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন জুনায়েদ। তবে থেকেছেন আসা-যাওয়ার মিছিলে। ব্যার্থতা ভুলে জাতীয় দলে নিয়মিত হওয়াই এখন মূল লক্ষ্য এই ফাস্ট বোলারের, ‘আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া। আমার মনে হয় আরো ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব। যদি সেটা না হয় তাহলে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চাইব।’

জুনায়েদের বাবা রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবার থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চান রাজনীতির মাঠে। কে জানে, হয়তো একদিন ইমরানের মতোই দেশ পরিচালনা করবেন তিনি।

সূত্র: ক্রিকেট অ্যাডিক্টর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close