reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২০

নিষিদ্ধ

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার সময় অনুযায়ী ডোপ পরীক্ষায় উপস্থিত হননি মেয়েদের ৪০০ মিটার দৌড়ের বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ঈদ নাসের। এজন্য সাময়িকভাবে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস।

গত বছর কাতারের দোহায় ৪৮.১৮ সেকেন্ড টাইমিং করে বিশ্ব চ্যাম্পিয়ন হন ২২ বছর বয়সি এই বাহরাইনি অ্যাথলেট। ১৯৮৫ সালের পর এটি ছিল কোনো নারী দৌড়বিদের সেরা টাইমিং।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ডোপবিরোধী আইন অনুয়ায়ী, কোনো অ্যাথলেট যদি ৩ বার ডোপ পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হন অথবা ১২ মাস সময়ের মধ্যে তার অবস্থান না জানান তাহলে তিনি নিষিদ্ধ হবেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুটি আইনই ভঙ্গ করেছেন সালওয়া। তাই ২ বছরের জন্য অ্যাথলেটিকস থেকে তিনি বহিস্কৃত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : দ্য গার্ডিয়ান

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close