reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২০

এবার ডর্টমুন্ডের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে পৈশাচিকভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা ক্রীড়া বিশ্ব। প্রতিবাদে সরব হয়েছেন সর্বস্তরের ক্রীড়াবিদরা। সেই ধারাবাহিকতায় ইংলিশ জায়ান্ট লিভারপুল-চেলসির পর প্রতিবাদে শামিল হয়েছে জার্মানির অভিজাত ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। গতকাল নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শুরুর আগে হলুদ-কালো শিবিরের সব খেলোয়াড় হাঁটু গেড়ে মাঠে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্ম ঘোষণা করেন। সেই মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ডর্টমুন্ডের তারকা ডিফেন্ডার ম্যাটস হুমেলস লেখেন, ‘আমরা আন্দোলনকে পুরোপুরি সমর্থন করি। আমরা কোনোভাবেই বর্ণবাদী আচরণ সহ্য করতে পারি না। মুক্ত মনের অধিকারীরা সহনশীল ও আরো উন্নত বিশ্বের প্রত্যাশা করে’ টুইটার

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close