ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০২০

করোনার শিকার পাকিস্তানি ক্রিকেটার

করোনাভাইরাস সংক্রমণে দিশাহারা এই উপমহাদেশ। চারপাশ থেকেই মিলছে দুঃসংবাদ। ক্রীড়াঙ্গনেও একই দৃশ্যপট। এবার এই ভাইরাসে প্রাণ হারালেন পাকিস্তানের আরেক ক্রিকেটার। চলে গেলেন প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ। এর আগে মারা যান জাফর সরফরাজ নামের আরেক ক্রিকেটার। ৫১ বছর বয়সে মারা গেলেন রিয়াজ। তার মৃত্যুর খবরটি গতকাল গণমাধ্যমে জানালেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন রিয়াজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাণ হারালেন তিনি। জাতীয় দলে অবশ্য খেলা হয়নি রিয়াজের। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত। ১৯৮৭ থেকে ২০০৫ সাল অবদি তার ক্যারিয়ার। এর মধ্যে খেলেছেন ৪৩টি প্রথম শ্রেণির এবং ২৫টি লিস্টে ম্যাচ। আর এ লেগ স্পিনার নিয়েছেন ১৪৬ উইকেট। ক্যারিয়ার শেষে তিনি যোগ দেন মঈন খান ক্রিকেট একাডেমিতে। প্রধান কোচ হিসেবে কাজ করে যাচ্ছিলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close