ক্রীড়া ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২০

পিতৃভূমিতে জিদানের দান

তার জন্ম ফ্রান্সে। ফরাসি ফুটবলার হিসেবেই নাম ডাক কুড়িয়েছেন। এখন কোচ হিসেবেও ভীষণ সমাদৃত। তবে জিনেদিন জিদানের পূর্বপুরুষরা আলজেরিয়ার কাবাইল গোত্রের। ফ্রান্সে পাড়ি জমানোর আগে আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের আগুয়েমৌন গ্রামেই বাস করত জিদানের পরিবার। করোনার এই দুঃসময়ে পিতৃ ভিটেমাটির কথা ভুলেননি রিয়াল মাদ্রিদ কোচ। নিজের দাতব্য সংস্থার মাধ্যমে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী মহাতারকা। দাতব্য সংস্থাটি চালান জিদান ও তার বাবা ইসমাইল। সংস্থার পক্ষ থেকে বেজাইজা প্রদেশে প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি কিনে দিয়েছেন তারা।

করোনার এই কঠিন সময়ে শুধু জিদান নন, আরো কয়েকজন বিখ্যাত ফুটবল কোচ এগিয়ে এসেছেন। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা মেডিকেল সরঞ্জামাদির জন্য ১ মিলিয়ন ইউরো দান করেছেন একটি ফাউন্ডেশনে। টটেনহামের কোচ হোসে মরিনহো লন্ডনে খাবার ও অর্থ সংগ্রহের জন্য তহবিল গঠন করেছেন। আরো অনেকেই নিজ উদ্যোগে কাজ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close