ক্রীড়া ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০২০

রোমার কোচ হতে চান ডি রসি

খেলোয়াড় হিসেবে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন ড্যানিয়েল ডি রসি। এএস রোমার সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা তৈরি করলে তার নামটা ওপরের দিকেই থাকবে। ইতালিয়ান এই কিংবদন্তি খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন খুব বেশি দিন হয়নি। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

ডি রসি কোচ হিসেবে ফুটবল ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এই শুরু তাকে দেখাচ্ছে বড় স্বপ্ন। এক দিন রোমার ডাগআউটেও দাঁড়াতে চান ৩৬ বছর বয়সি তারকা। ইতালিয়ান ক্লাবটির কোচ হওয়ার জন্য প্রয়োজনে ২০ বছর অপেক্ষা করবেন ডি রসি। স্কাই স্পোর্টস ইতালিয়াকে এই স্বপ্নের কথা জানিয়েছেন ২০০৬ বিশ্বকাপজয়ী বীর। বলেছেন, ‘আমি যে পথে হাঁটছি সেটা হয়তো ব্যতিক্রম নয়, তবে সচরাচর এমনটা দেখা যায় না। আমি ২০ বছর একটা দলের হয়ে খেলেছি। আমি কোচিংয়ের ছাড়পত্র পেলেই যে রোমার ডাগআউটে দাঁড়াতে পারব এমনটা নয়। কিন্তু এক দিন আমি রোমার কোচ হতে চাই। তার আগে আমাকে কোচিং পেশায় নিয়োজিত হতে হবে।’

স্বপ্নপূরণের জন্য প্রয়োজনে দুই দশক অপেক্ষা করতেও রাজি ডি রসি, ‘আমাকে কোচিং কোর্স শেষ করতে হবে। ফুটবলের উন্নয়নে তরুণ কোচের দরকার আছে। কিছুদিন আগেও আমি একজন বুড়ো ফুটবলার ছিলাম। কিন্তু এখন আমি তরুণ কোচ হতে যাচ্ছি। কাজেই আমাকে শান্ত থাকতে হবে। আমি বলছি না যে আগামীকালই এটা (রোমার কোচ হওয়া) হবে। এটা হতে পারে ৫, ১০ কিংবা ২০ বছর পর।’

প্রসঙ্গত, রোমার হয়ে ২০ বছরের অধ্যায়ে ৬১৬টি ম্যাচ খেলেছেন ডি রসি। দলের অধিনায়ক হিসেবে রোম ছাড়ার পর আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে বর্ণীল ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close