ক্রীড়া ডেস্ক

  ১১ এপ্রিল, ২০২০

স্থগিত হচ্ছে এশিয়া কাপও!

করোনাভাইরাসের প্রভাবে স্থবির পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে উন্নত দেশগুলো। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব বিদ্যমান। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ইভেন্ট। এবার সেই তালিকায় উঠতে যাচ্ছে এশিয়া কাপের নাম। যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসতে পারেননি আয়োজকরা। তবে অনিশ্চয়তার কথা স্বীকার করছেন তারা।

টোকিও অলিম্পিক পিছিয়েছে এক বছর। স্থগিত হয়েছে অ্যাথলেটিক্স এবং শুটিং বিশ্বকাপও। এ বছর হচ্ছে না উইম্বলডন। ইউরো কাপ, কোপা আমেরিকাও হবে পরের বছর। কয়েক মাস পিছিয়েছে ফরাসি ওপেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে অনিশ্চয়তা চরমে। সদ্য পিছিয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ টি-টোয়েন্টি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয়। বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ায় আসরটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা। কিন্তু সেখানেও এখন লকডাউন চলছে, যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় বাড়ছে।

এ ব্যাপারে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। বলেছেন, ‘এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনো অবশ্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিশ্বই এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছে। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের ওপর। তাই এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার চিত্র মিলবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close