ক্রীড়া ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০২০

প্রত্যাশার চাপকেই দুষলেন কোহলি

ক্রিস গেইল-এবি ডি ভিলিয়ার্স-মিচেল স্টার্ক-শেন ওয়াটসন-কেভিন পিটারসেনদের মতো জগদ্বিখ্যাতরা খেলেছেন এক দলে। বিভিন্ন সময়ে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন রাহুল দ্রাবিড়-অনিল কুম্বলে-ড্যানিয়েল ভেট্টরির মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি তো ছিলেনই। এমন তারকাখচিত দল নিয়েও কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)! ভাবা যায়?

১২ বারের চেষ্টাতেও ট্রফি হাতে তুলতে পারার আক্ষেপ যথেষ্টই রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান অধিনায়ক কোহলির। আক্ষেপে পুড়ছেন আরসিবির অগণিত ভক্ত-সমর্থকরাও। প্রত্যেক বছরই তারা আশায় থাকেন, এবার বুঝি শিরোপাখরা কাটবে। সেøাগান দেন ‘এবার কাপ আমাদের’। কিন্তু তা আর হয় না। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত আইপিএলের এক ডজন আসর আরসিবি জন্য শুধুই বেদনার। ক্রিকেটমহল মনে করছে, প্রত্যাশার চাপই অনেক ক্ষেত্রে তৈরি করেছে সমস্যা। দলনেতা কোহলিও তা সানুগ্রহে মানছেন। পরশু ইনস্টাগ্রামে সাবেক ইংলিশ ও আরসিবি তারকা কেভিন পিটারসেনকে এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আমাদের দলে যখন সেরা সেরা তারকারা রয়েছে, তখন সবার মনোযোগ তো থাকবেই। আর আমাদের দিকে সব সময় ফোকাস থাকবেই। আমরা তিনবার আইপিএলের ফাইনালে উঠেছি। কিন্তু একবারও জিততে পারিনি। তিনবার সেমিফাইনালেও ওঠেছিলাম। কিন্তু এখনো আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথাও বলেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close