ক্রীড়া ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০২০

তহবিল গঠনে প্রীতি ম্যাচ খেলবে বার্সা

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত স্পেন। দেশটির কাতালোনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ইগুয়ালাদা পৌর এলাকার অবস্থা আরো ভয়াবহ। সেখানকার মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সিএফ ইগুয়ালাদা ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

পরশু রাতে ইগুয়ালাদা পৌরসভার মেয়র মার্ক কাস্তেলস এই ঘোষণা দিয়েছেন। সিএফ ইগুয়ালাদা ক্লাবের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাড়ে ৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লেস কোমেস স্টেডিয়ামে। তবে কবে দল দুটি পরস্পরের মুখোমুখি হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। সিএফ ইগুয়ালাদা জানিয়েছে, করোনাভাইরাসের বিরূপ প্রভাব কাটিয়ে যখন পরিস্থিতি নিরাপদ হবে, তখন ম্যাচটি মাঠে গড়াবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close