ক্রীড়া ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০২০

ইংরেজিতে রোহিতের অনীহা

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা দুনিয়া। ভারত আছে তিন সপ্তাহের লকডাউনে। স্বাভাবিকভাবেই আইপিএলসহ সব ধরনের খেলাধুলা স্থগিত আছে দেশটিতে। ঘরে বসে অলস সময় পার করছেন ক্রিকেটাররা। এই সময়টা তারা কাজে লাগাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

মহামারি মোকাবিলায় একে একে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ভাইরসের সংক্রমণ ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা। পাশাপাশি ক্রিকেট নিয়েও আলোচনা করছেন ক্রিকেটাররা। সেই প্রক্রিয়ায় যুক্ত হয়ে লাইভে এসেছেন রোহিত শর্মা।

তবে এখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন একজন ভক্ত। লাইভে হিন্দি ভাষায় কথা না বলে রোহিতকে ইংরেজিতে কথা বলার পরামর্শ দেন ওই সমর্থক। উত্তরে কড়া ভাষায় রোহিত বলেছেন, ‘আমরা ভারতীয়। আমি শুধু হিন্দিতেই কথা বলব। আমি এখন ঘরে আছি। আমি তখনই ইংরেজিতে কথা বলব যখন টিভি সাক্ষাৎকার দেব।’

ইনস্টাগ্রামে লাইভ সেশনে রোহিতের সঙ্গী ছিলেন জাসপ্রিত বুমরাহ। পরে তাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএল নিয়ে নিজেদের মধ্যে হিন্দিতে আলোচনা করেছেন তারা। সেখানেই ঘরে বসে ইংরেজির প্রতি অনীহা দেখান রোহিত। পরে তাকে সমর্থন দিয়েছেন বুমরাহ-চাহাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close