ক্রীড়া ডেস্ক

  ০২ এপ্রিল, ২০২০

করোনার বিরুদ্ধে যুদ্ধ

বিশ্বকাপ জার্সি নিলামে তুললেন বাটলার

সন্দেহ নেই ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। তবে পার্শ্ব নায়ক খুঁজলে যে দুই থেকে তিনজনের নাম আসে, তাদের একজন জস বাটলার। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে করেছিলেন মহামূল্যবান ৫৯ রান। সুপার ওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে রানআউট করতে ভূমিকা রেখে দেশকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। সেই দিনের সে ফাইনালে যে জার্সি পড়ে খেলেছিলেন, সেটি এবার নিলামে তুলেছেন বাটলার।

ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা স্মারক এই জার্সি ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিক্রি করছেন করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আক্রান্তদের চিকিৎসায়। জার্সি নিলামে তোলার সিদ্ধান্তটা ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন টুইটারে। লিখেছেন, ‘রয়েল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালের তহবিল সংগ্রহের চেষ্টায় সাহায্য করতে আমি আমার জার্সিটি নিলামে তুলছি। যেটি আমি গত বিশ্বকাপের ফাইনালে পরেছিলাম। গত সপ্তাহেই এই দুটি হাসপাতাল সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছিল। করোনা আক্রান্তদের সুস্থ করতে উন্নত সরঞ্জাম ব্যবহার করতে চায় তারা। যে কারণে প্রয়োজন অর্থ। তাই আমি নিলামে প্রাপ্ত সমস্ত অর্থ দুই হাসপাতালকে দান করার সিদ্ধান্ত নিয়েছি। জার্সিতে সেই ম্যাচে খেলা ইংল্যান্ড দলের সব ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে।’

ক্রিকেট স্মারক বিক্রি করে সাহায্য করার ঘটনা নতুন কিছু নয়। এই তো গত বছর অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে শেন ওয়ার্ন ও জেফ টমসন তাদের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি করে দিয়েছিলেন। এবার তাদের দেখানো পথেই হাঁটলেন জস বাটলার।

এরই মধ্যে বাটলারের জার্সির দাম ১০ হাজার পাউন্ড উঠেছে। এই দাম হাঁকিয়েছেন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মর্গান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ইংল্যান্ড জাতীয় দলের অনেক সতীর্থ ক্রিকেটার বাটলারের জার্সি নিলামের তোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্বের আরো অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close