ক্রীড়া প্রতিবেদক

  ৩১ মার্চ, ২০২০

সালমাদেরও আর্থিক সহায়তা

করোনা আতঙ্কে থমকে আছে দেশের ক্রিকেট। এই সংকট কবে কাটবে; কবে মাঠে ফিরবে খেলা, তা নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও। পুরুষ ক্রিকেটারদের মতো তাই নারীদেরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তীব্র শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বোর্ড, ঘোষণা দিয়েছে আর্থিক সহায়তার।

যে নারী ক্রিকেটাররা ২০১৮-১৯ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছিলেন ও ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন, তাদের এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কাল একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এমন উদ্যোগের পেছনের কারণ জানিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘পুরুষদের মতো নারী ক্রিকেটারদের অধিকাংশের আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। তাছাড়া চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে নির্ধারিত সূচি অনুসারে নারী খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়েই তাদের ঘরে বসে থাকতে হচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের সমর্থন তাদের প্রয়োজন।’

এর আগে গত শনিবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের (যারা এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোতে আছেন) আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে। উভয় ধরনের চুক্তির বাইরে থাকা মোট ১১৮ জন ক্রিকেটার এবার খেলছেন প্রিমিয়ার লিগে। তাদের প্রত্যেকে তাই পাচ্ছেন এককালীন ৩০ হাজার টাকা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close