reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২০

ভিডিও কলে ট্রেনিং করাচ্ছেন মরিনহো

মহামারি করোনার আগ্রাসনে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। ইউরোপ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতালি, স্পেন ও ফ্রান্সের পর ইংল্যান্ডে সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করছে এ ভাইরাস। এ মুহূর্তে মাঠের খেলা বন্ধ। বন্ধ অনুশীলন করার সুযোগও। কিন্তু ঘরে বসে অনুশীলনে তো বাধা নেই। তাই দলের সবাইকে ফিট রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন টটেনহাম হটস্পারের প্রধান কোচ হোসে মরিনহো ও তার সহকারীরা।

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ সময়ে গোটা ইংল্যান্ড লকডাউন করে দেওয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন টটেনহামের সব খেলোয়াড়। এ কারণে কাল ভিডিওতে লাইভে এসে খেলোয়াড়দের একটি রুটিন করে দিয়েছেন মরিনহো। ঘরে বসে থেকে নিজেকে ফিট রাখতেই এ উদ্যোগ নিয়েছেন ‘স্পেশাল ওয়ান’।

মরিনহোর দেওয়া রুটিন অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন টটেনহামের খেলোয়াড়রা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা অধিনায়ক হ্যারি কেনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ‘এটা (ভিডিওতে দেওয়া মরিনহোর পরামর্শ) আমাদের জন্য কিছুটা অদ্ভুত। তবে আমি এটা করার চেষ্টা করছি। আমাদের সবাইকে একটা রুটিন করে দেওয়া হয়েছে। এটা নমনীয়। আমরা নিজেরাই ঘরে বসে এটা করতে পারি।’

মরিনহোর দেওয়া পরামর্শ যেহেতু ঘরে বসে নিজের মতো করতে হবে খেলোয়াড়দের, তাই এখানে যাচাই-বাছাইয়ের সুযোগ নেই কোচের। খেলোয়াড় যা বলবে তাই মানতে হবে কোচকে। তবে দুই-এক দিন মিথ্যা বললেও কাজটা অবশ্যই করবেন বলে জানান কেন, ‘হ্যাঁ, আমি হয়তো এক দিন মিথ্যা বলতে পারি, তবে আমি পরে এটা করে নিব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুটিন মেনে চলা।’

এদিকে, ইনজুরিতে থাকা দলের দুই খেলোয়াড় স্টিভেন বার্গউইন ও সন হিউন-মিনকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যক্তিগত কাজে এর মধ্যেই দক্ষিণ কোরিয়া ফিরে গেছেন সন। আর সদ্য বাবা হওয়ায় নেদারল্যান্ডসে পৌঁছেছেন বার্গউইন। তবে দুই জনই ঘরে বসে পুনর্বাসনের কাজ করবেন বলে জানিয়েছে ক্লাবটি। সূত্র : ডেইলি মেইল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close