ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০২০

লন্ডন স্টেডিয়াম এখন হাসপাতাল

করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে লন্ডনের ২০১২ অলিম্পিকের একটি স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। এই ভেন্যুর ধারণক্ষমতা ৬ হাজার। ২০১২ লন্ডন অলিম্পিকের আসরে এ স্টেডিয়ামে বক্সিং, ফেন্সিং, জুডো, তায়কোয়ান্দো, টেবিল টেনিস ও ভারোত্তোলনের ইভেন্টসগুলো অনুষ্ঠিত হয়েছিল। করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাজ্যজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে লকডাউন রয়েছে দেশটি।

প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি খাদ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বরিস জনসন নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। সেখানে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ২০০-এর বেশি মানুষের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close