reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২০

দুস্থদের পাশে মোসাদ্দেক

করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষের রুটি-রুজির পথ প্রায় বন্ধ। নিম্নআয়ের মানুষদের দিন কাটছে কষ্টে। তাদের জন্য সমাজের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুস্থ মানুষদের সহযোগিতার মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে এই টাইগার অলরাউন্ডার লিখেছেন, ‘পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মতো মানুষ রয়েছে যারা অসহায়, গরিব-দুস্থ। দিনে এক বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচেয়ে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ (পরশু) ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরিব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই।’ খাদ্যসামগ্রীর ব্যাগ হাতে কাল দুপুরে আরেকটি ছবি পোস্ট করে মোসাদ্দেক লিখেছেন, ‘সামর্থ্যবানরা এগিয়ে আসুন। আমাদের সমাজের জন্য কিছু করুন।’

মোসাদ্দেক ছাড়াও মাশরাফি বিন মুর্তজা নিজ এলাকা নড়াইলে দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক করোনা তহবিলে দান করেছেন। সূত্র : ফেসবুক

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close