ক্রীড়া প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

বিশ্বজয়ী বীরদের শুভেচ্ছা উপহার

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা ও প্রত্যেককে ১ লাখ টাকার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

কাল সন্ধ্যায় বিকেএসপির হল রুমে বিকেএসপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

সংবর্ধনা প্রাপ্ত যুব খেলোয়াড়রা হলেন- অনূর্ধ্ব ১৯ যুব দলের অধিনায়ক আকবর আলি, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, শাহীন আলম ও আশরাফুল হোসেন সিয়াম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির পক্ষ থেকে সংবর্ধিত প্রত্যেককে ক্রেস্ট, বিকেএসপির ব্লেজার ও ১ লাখ টাকা করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এর আগে সাভারের নবীনগর থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সুসজ্জিত গাড়িতে করে ঢোল বাজিয়ে বিকেএসপিতে আনা হয়। পরে বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রশিদুল হাসান ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close