ক্রীড়া প্রতিবেদক

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

তৃতীয় দফায় পাকিস্তান সফর

মুশফিককে নিয়ে আশাবাদী পাপন

নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন থাকায় তিন দফার পাকিস্তান সফর থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশ দল দুই দফায় নির্বিঘেœ পাকিস্তান সফর করে আসার পর তৃতীয় দফায় মুশফিককেও চাইছে টিম ম্যানেজমেন্ট। মুশফিক মত বদলাবেন প্রত্যাশা করে বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনের মতো, মুশফিককে নিয়েই কেবল পরিবারের চিন্তা, এটা তিনি বিশ্বাস করেন না।

কাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারানোর পর মাঠেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। এপ্রিলে বাংলাদেশের পরের টেস্ট করাচিতে। টেস্টের আগে সেখানে একটি ওয়ানডেও খেলবে টাইগাররা। এ সফরে মত বদলে মুশফিক যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে মুশফিক মত বদলে যাচ্ছেন, এমন খবর এখনো নিশ্চিতভাবে পাননি বোর্ড প্রধান। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরা হওয়া মুশফিককে পুরস্কার তুলে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বরং মুশফিকের আগের দুবার পাকিস্তানে না যাওয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি। ভায়রা-ভাই মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ টেনে বিসিবি বস মুশফিকের পরিবারের উদ্বেগ নিয়েও সংশয় প্রকাশ করেছেন, ‘আমাদেরও ভয় ছিল (পাকিস্তানে যাওয়া নিয়ে)। যারা গেছে তাদের ভয় ছিল না? এখন যারা খেলে এসেছে, তার (মুশফিক) বাড়ির লোকও তো খেলে এসেছে। আমি বলতে চাচ্ছি রিয়াদের বেলায় কিছু হবে না, ওর বেলায় খালি পরিবার কান্নাকাটি করবে নাকি, চিন্তিত নাকি? এ ধরনের আমি বিশ্বাস করি না।’ পাপন আশা করছেন ‘স্ত্রীর দুলাভাই’ মাহমুদউল্লাহ ও অন্যদের কথা শুনে মত পাল্টাবেন মুশফিক। আগামী ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। একদিন বাদে একই ভেন্যুতে হবে টেস্ট ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close