ক্রীড়া ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

কাভানির ডাবল সেঞ্চুরি

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইতিহাস আগেই গড়েছেন এডিনসন কাভানি। এবার আরো একটা অর্জন নামের পাশে যোগ করলেন উরুগুয়েন স্ট্রাইকার। পিএসজির প্রথম ফুটবলার হিসেবে গোলসংখ্যায় ডাবল সেঞ্চুরি করলেন কাভানি। ক্লাবের হয়ে ২৯৮তম ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি।

পরশু রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে থ্রিলার ম্যাচে বোর্দেকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি। সাত গোলের নাটুকে ম্যাচে পিএসজিকে উদ্যাপনের প্রথম উপলক্ষ এনে দিয়েছিলেন কাভানি। ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে বোর্দের জাল কাঁপান কাভানি (১-১)। তাতেই পৌঁছে গেলেন স্বপ্নের ঠিকানায়।

পিএসজির সর্বোচ্চ গোলদাতা জলাতান ইব্রাহিমোভিচকে অনেক আগেই পেছনে ফেলেছিলেন কাভানি। প্যারিস ছেড়ে যাওয়ার আগে সুইডিশ কিংবদন্তি গোল করেছিলেন ১৫৬টি। ইব্রা-কাভানির পেছনে আছেন যথাক্রমে পাওলেতা (১০৯), ডমিনিক রোচেটিউ (১০০) ও মুস্তফা ডাহলেব (৯৮)।

পিএসজির সার্বজনীন গোলের রেকর্ড তো আছেই, ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনেও অনেক দিন ধরে বসে আছেন কাভানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close