ক্রীড়া প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০২০

নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা আগামী মাসেই

জিম্বাবুয়ে সিরিজই মাশরাফির শেষ!

ইনজুরি বারবার তাকে ছিটকে দিয়েছে, সেখানে থেকে তিনিও ফিরে এসেছেন বারবার। তবে এবারের ফেরাটা অন্যরকম। ক্রিকেটপাড়ার পরিবেশ বলছে, এটাই হতে পারে মাশরাফি বিন মুর্তজার শেষ ফেরা!

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক আবার দেশের জার্সি গায়ে চড়াবেন কি-নাÑ বঙ্গবন্ধু বিপিএল চলাকালে তা নিয়ে অনেক কথাই বলেছিলেন। জানিয়েছিলেন, সবার ভাগ্যে মাঠ থেকে অবসরে যাওয়ার সুযোগ হয় না। তবে বোর্ড এবং নির্বাচকরা চাইলে তিনি খেলবেন। এরপর নিজের চাওয়াতেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় ম্যাশকে। তাতেই তৈরি হয় ধোঁয়াশার।

অবশেষে সেই ধোঁয়াশা কাটল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক। তিন ম্যাচের সেই সিরিজের স্কোয়াড ঘোষণার আগেই বিসিবি সভাপতি কাল নিশ্চিত করলেন, ‘ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি।’

তবে মাশরাফির খেলা না খেলা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটলেও গতকাল বুধবার সংবাদ সম্মেলনে পাপনের আরেক বক্তব্যে তৈরি হয় নতুন ধোঁয়াশা। আসন্ন সিরিজটিতে মাশরাফি নেতৃত্ব দিলেও আগামী এক মাসের মধ্যে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তার বক্তব্য, ‘জিম্বাবুয়ে সিরিজের পর থেকে মাশরাফি আর অধিনায়ক হিসেবে দলের অটো চয়েস থাকছেন না।’

ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে খুবই কড়াকড়ি অবস্থানে যাচ্ছে বোর্ড। মাশরাফির খেলার কথা উঠতেই ফিটনেসের কথা তুলে আনলেন পাপন। যদিও আশ্বাস দিলেন, বিপ টেস্টের ক্ষেত্রে মাশরাফির জন্য খুব কড়া হবে না বোর্ড, ‘আগে আমাদের বিপ টেস্টে উত্তীর্ণ হয়ে এসে খেলার নিয়ম ছিল না, কিন্তু এখন এটা চালু করেছি। দেখা যেতে পারে, বিপ টেস্টে মাশরাফি উত্তীর্ণ নাও হতে পারে। এটা একটা ব্যাপার। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থানে আসায় মাশরাফির বড় অবদান। আমার ধারণা, এই সিরিজে ও অবশ্যই থাকছে। ও যদি ফিট না হয় সেটা আলাদা কথা। তবে ওর জন্য অতটা কড়াকড়ি হতে চাচ্ছি না। তবে আমাদের দ্রুত সিদ্ধান্তও নিতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close