ক্রীড়া ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২০

কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্বপ্নভঙ্গ কোকোর

চতুর্দশ বাছাই আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে ক্যারিয়ারে ৪৬তম বারের মতো কোন গ্র্যান্ড সø্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বছরের প্রথম গ্র্যান্ড সø্যামে আগের ম্যাচ জিততে ৮৫ মিনিট লেগেছিল জোকোভিচের। কিন্তু গতকাল কোয়ার্টার ফাইনালে উঠতে সার্বিয়ান এ তারকার লেগেছে ১২৭ মিনিট। তারপরও তিনি জিতেছের সরাসরি সেটে।

গতকাল খুনে মেজাজে ছিলেন জোকোভিচ। আর তাতেই বিদায় নিতে হলো গত ইউএস ওপেনে জার্মান তারকা সাশা জভেরেভকে হারিয়ে চমক সৃষ্টি করা শোয়ার্জম্যানকে।

কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ কানাডার তারকা মিলোস রাওনিচ। এর আগে এ তারকার বিপক্ষে ৯ বারের লড়াইয়ে প্রতিবারই জিতেছেন তিনি। গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ৬-৩, ৬-৪, ৭-৫ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন রাওনিচ।

এদিকে গতকাল নারী এককে প্রথম গ্র্যান্ড সø্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে একের পর এক জায়ান্ট শিকার করেছেন কোকো গফ। ১৫ বছর বয়সি বালিকা প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড সø্যামের কোয়ার্টার ফাইনালে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না কোকোর। মার্কিন টিনেজ তারকা চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অশ্রুসজল চোখে।

মেলবোর্ন পার্কে স্বদেশি সোফিয়া কেনিনের বিপক্ষে ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-০ গেমে হেরে গেছেন কোকো। প্রথম সেটে পিছিয়ে পড়েও তৃতীয় সেট জিতে দুর্দান্ত জয় তুলে নেন ১৪তম বাছাই কেনিন।

২১ বছর বয়সি কেনিন পরের ম্যাচে মুখোমুখি হবেন তিউনিসিয়ার ওনস জাবেউরের বিপক্ষে। জাবেউর সরাসরি সেটে চতুর্থ রাউন্ডে জিতেছেন সেরেনা উইলিয়ামসকে পরাজিত করা ওয়াং কিয়াংয়ের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close