ক্রীড়া প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রীর রান্না করা খাবার সাকিবের বাসায়

শত ব্যস্ততার মধ্যেও সময় পেলে রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি রান্না করলেন ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবারের জন্য। হরেক রকমের মিষ্টি ও পিঠার সঙ্গে পোলাও-কোরমা তৈরি করে পাঠিয়ে দিয়েছেন সাকিবের বনানীর বাসায়। প্রধানমন্ত্রীর নিজ হাতে তৈরি করা খাবার খেয়ে আপ্লুত সাকিব ও তার স্ত্রী। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তাদের অনুভূতি। খাবারের ছবিও পোস্ট করেছেন তারা।

পরশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব ও তার পরিবার। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের কাছে প্রধানমন্ত্রী জানতে চান তার পছন্দের খাবার সম্পর্কে। পরদিনই নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেন শিশিরের জন্য।

শিশির ফেসবুকে লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, তখন এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কিছু হতে পারে না। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার প্রিয় খাবার কী কী? তখন তিনি জানিয়েছিলেন নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন! মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। তার পরম মমতা আর ভালোবাসাপূর্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না।’

একই বিষয়ে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা সাকিব লিখেছেন, ‘এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি। সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রধানমন্ত্রীর রান্না করা সুস্বাদু খাবার খেতে পেরে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close